25 C
Dhaka
Monday, December 23, 2024

আমি পদত্যাগ করব না: চাঁবিপ্রবি উপাচার্য

কোটা সংস্কার আন্দোলন চলাকালে শিক্ষার্থীদের নিরাপত্তার বিষয়ে উদাসীন থাকাসহ নানা অভিযোগে চাঁদপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. নাসিম আখতারের পদত্যাগ দাবি করেছেন সাধারণ শিক্ষার্থীরা।

তবে শিক্ষার্থীদের দাবির মুখে স্বেচ্ছায় পদত্যাগ করবেন না বলে জানিয়েছেন উপাচার্য। শনিবার (১০ আগস্ট) বিকেলে গণমাধ্যমকর্মীদের এ কথা জানান তিনি।

উপাচার্য ড. নাসিম আখতার বলেন, যারা আন্দোলন করছেন তারা যৌক্তিক মনে করছেন বলে পদত্যাগের দাবি তুলেছেন। তবে আমার মনে হয় না পদত্যাগের মতো কিছু ঘটেছে। আমাকে সরকার নিয়োগ দিয়েছে। আমি নিজ থেকে পদত্যাগ করব না।

আরও পড়ুনঃ  আনিসুল হক ও সালমান এফ রহমানকে ডিম নিক্ষেপের অপেক্ষায় শতাধিক আইনজীবী

তিনি বলেন, আমি মনে করি আমার পদত্যাগ করার মতো কোনো ঘটনা ঘটেনি। সরকার আমাকে নিয়োগ দিয়েছে, নতুন সরকার যদি মনে করে এই ভিসিকে রাখব না, তখন আমি সঙ্গে সঙ্গে পদত্যাগ করব।

এর আগে গত ৮ আগস্ট এক বিবৃতিতে উপাচার্য ড. নাসিম আখতারের পদত্যাগ দাবি করেন চাঁদপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের বিবিএ বিভাগের শিক্ষার্থীরা। গত দু’দিন ধরে উপাচার্যের পদত্যাগ দাবি করা ওই বিবৃতিটি সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হচ্ছে।

বিবৃতিতে বলা হয়, ‘উপাচার্য ড. নাসিম আখতার শিক্ষার্থীদের একটি বিশ্ববিদ্যালয়ের ন্যূনতম সুযোগ-সুবিধা দিতে ব্যর্থ হওয়ায়, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে অংশ নেয়া শিক্ষার্থীদের তথ্য জাতীয়

আরও পড়ুনঃ  পরাজয় মেনে নিলেন শেখ হাসিনা

গোয়েন্দা সংস্থার (এনএসআই) কাছে দেয়ায় এবং আন্দোলন চলাকালে শিক্ষার্থীদের নিরাপত্তার বিষয়ে উদাসীন থাকায় আমরা চাঁদপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের বিবিএ ডিপার্টমেন্টের সকল সাধারণ শিক্ষার্থী তার পদত্যাগ চাই।’

আপনার মতামত লিখুনঃ
সর্বশেষ সংবাদ
জনপ্রিয় সংবাদ