25 C
Dhaka
Monday, December 23, 2024

এবার বাংলাদেশের বন্যাদুর্গতদের পাশে দাঁড়ালেন পাকিস্তানের ব্যাটার রিজওয়ান

পাকিস্তানের উইকেটকিপার ব্যাটার মোহাম্মদ রিজওয়ান তার খেলায় দক্ষতার পাশাপাশি মানবিক গুণাবলীর জন্যও প্রশংসিত। মাঠে তিনি যেমন নিবেদিত, তেমনি ধর্মীয় দায়িত্ব পালনের ক্ষেত্রে তাকে আন্তরিকভাবে দেখা যায়।

খেলাধুলার বাইরে, মক্কায় কাবার চত্বর পরিষ্কার করতেও দেখা গেছে তাকে, যা সামাজিক মাধ্যমে ব্যাপক প্রশংসা কুড়িয়েছে। সম্প্রতি, এই ক্রিকেটার বাংলাদেশের বানভাসী মানুষের পাশে দাঁড়িয়েছেন।

বর্তমানে রাওয়ালপিন্ডিতে বাংলাদেশ-পাকিস্তান টেস্ট সিরিজে খেললেও রিজওয়ান বাংলাদেশের মানুষের দুর্ভোগ সম্পর্কে সচেতন। ভারতের উজান থেকে আসা বন্যায় বাংলাদেশের ১২টি জেলা গুরুতর ক্ষতিগ্রস্ত হয়েছে এবং লক্ষাধিক মানুষ তাদের বাড়ি হারিয়েছে। টেস্টের চতুর্থ দিন শেষে রিজওয়ান তার সমর্থনের বার্তা দেন।

আরও পড়ুনঃ  ছেলে উপদেষ্টা হওয়ায় যা বললেন আসিফের বাবা

রিজওয়ান তার এক্স অ্যাকাউন্টে বাংলাদেশ বন্যার কিছু ছবি শেয়ার করে বাংলায় লিখেছেন, “আমরা আপনাদের পাশে আছি।” এর আগে, তিনি ইংরেজিতে একটি বার্তায় বানভাসী মানুষের প্রতি সমবেদনা জানিয়ে বলেন, “বাংলাদেশের জনগণের প্রতি আমার সমবেদনা।

তারা এই ধ্বংসাত্মক বন্যার প্রভাব সহ্য করছে এবং বেঁচে থাকার জন্য সংগ্রাম করছে। আমি সবাইকে অনুরোধ করছি, এই কঠিন সময়ে তাদের পাশে দাঁড়াতে এবং দাতব্য প্রতিষ্ঠানে অনুদান দেওয়ার জন্য।”

রিজওয়ানের এই মানবিক বার্তা ইতিমধ্যেই বাংলাদেশে ব্যাপকভাবে আলোচিত হয়েছে, এবং অনেকেই তার সহমর্মিতা ও সমর্থনের জন্য তার প্রশংসা করছেন। রাওয়ালপিন্ডি টেস্টেও রিজওয়ান দারুণ ফর্মে আছেন;

আরও পড়ুনঃ  পাকিস্তানে ডাকাত ধরতে গিয়ে ১২ পুলিশ সদস্য নিহত

প্রথম ইনিংসে ১৭১ রানের বড় স্কোর করে পাকিস্তানের সংগ্রহ ৪৪৮ রানে পৌঁছে দিয়েছেন। তবে বাংলাদেশ সেই স্কোর টপকে লিড নেওয়ায়, ম্যাচের পরিস্থিতি শেষ দিনে কিছুটা বাংলাদেশের পক্ষে।

রিজওয়ানের এই মানবিক বার্তা কেবল ক্রীড়াজগতের সীমানায় সীমাবদ্ধ নয়, বরং সকলের হৃদয়ে ছড়িয়ে পড়েছে।

আপনার মতামত লিখুনঃ
সর্বশেষ সংবাদ
জনপ্রিয় সংবাদ