25 C
Dhaka
Monday, December 23, 2024

কি কারনে একজন ক্রিকেট প্রেমিকে ঘার ধরে বের করে দিয়েছিলেন বিসিবির পরিচালক পাপন

১৫তম নতুন বিসিবি বস ফারুখ আহমেদ দায়িত্ব পান সাবেক সভাপতি নাজমুল হাসান পাপনের পদত্যাগরে পর। তার পর আস্তে আস্তে ভেসে আসে নানা অনিয়ম ও অবিচার।

তারই এক বহিঃ প্রকাশ ঘটেছে আজ। টাইগার শোয়েবকে কে না চেনে। এমন কোন ক্রিকেটার, ছেলে মেয়ে থেকে শুরু করে সবাই শোয়েব কে চেনে। অথচ এই ক্রিকেট ভক্তকে নানা ভাবে হয়রানির শিকার এবং অনেক হুমকি দেন।

তার কাছে গিয়ে এ ধরনের প্রশ্ন করা হলে তিনি বলেন যে, একবার তিনি ভিসা করার জন্য এক পরিচালকের অফিসে গিয়েছিলেন। তার নাম জানতে চাওয়া হইলে নাম বলতে অস্বীকার করেন শোয়েব। কিন্তু সেখানে তার সাথে তো দেখা করা দুরের কথা বরং তাকে দারোয়ান দিয়ে বের করে দিতে বলা হয়।

আরও পড়ুনঃ  যুক্তরাষ্ট্রের বাজারে জিএসপি সুবিধা পেতে চান ব্যবসায়ীরা

তারপর তিনি বলেন যে, আমি সেখান থেকে যে ফিরে আসবো, কেমন করে আসবো কিভাবে আসবো, তার মাথায় কাজ করেনি। তিনি কান্নায় ভেঙ্গে পড়েন।

অনেকেই বলেছিল যে সভাপতি, পরিচালকের নামে শ্লোগান দেন তাহলে আপনার আর ভিসার সমস্যা হবে না। কিন্তু তার এক কথা তিনি খেলোয়াড় ছাড়া আর কারও নামে শ্লোগান দিবেন না এবং আজ অবদি দেন নাই।

সব শেষে তিনি বলেন একবার তিনি বলেন যে, মিরপুর খেলা দেখার সময় জাতীয় দলের একজন খেলোয়াড় বলেছিলেন যে, বেশি ঝামেলা করলে গেট দিয়ে ঢুকতে দেয়া হবে না।

আরও পড়ুনঃ  যে কারণে উপদেষ্টা হওয়ার প্রস্তাব ফিরিয়ে দেন শায়খ আহমাদুল্লাহ

সেখারে আরো একটা জিনিস উঠে আসে আর তা হলো বিভিন্ন দেশে খেলা দেখার সময় পানি ফ্রি দেওয়া হয়। আর আমাদের দেশে পানির ট্যাব অফ করে দেওয়া যাতে করে মানুষ অল্প একটু পানি ১০ টাকা দিয়ে কিনে খায়।

সবশেষে এসব দুর্নীতির অবসান চান শোয়েব। আর বলেন যে, ভক্ত ছাড়া আপনাদের খেলা দেখে কে। সবার আগে আমাদের কথা চিন্তা করতে হবে।

আপনার মতামত লিখুনঃ
সর্বশেষ সংবাদ
জনপ্রিয় সংবাদ