চলমান টেস্টে সাকিব আল হাসানের খেলা চালিয়ে যেতে কোনো বাধা নেই, নিশ্চিত করেছেন বিসিবি সভাপতি ফারুক আহমেদ। সাকিবের বিরুদ্ধে করা মামলার চার্জশিট গঠন না করায় সাকিবের বিরুদ্ধে এখনও কোনো ব্যবস্থা নেওয়ার মতো পরিস্থিতি দেখছে না বোর্ড।
এফআইআর হয়েছে এটা তো মাত্র ফারস্ত ইনফরমেশন। এখনও কোনো চার্জ গঠন হয়নি, আমি যতদূর জানি। বিসিবির সাথে সাকিবের সম্পর্ক হলো সে খেলোয়াড় বা কর্মী। চুক্তিতে আছে। লিগ্যাল নোটিশ পেলে আমরা সিদ্ধান্ত নিতে পারব।
এখন খেলতে বাধা নেই জানিয়ে তিনি আরও বলেন, ‘না, একটা ম্যাচ চলছে, এখান থেকে তাকে সরিয়ে নিতে পারব না।’
ছাত্র আন্দোলনের কঠিন বিক্ষোভের মুখে ৫ই আগস্ট সরকার পতনের পর গঠন করা হয়েছে অন্তর্বর্তী সরকার। যে সরকারের যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের দায়িত্ব পেয়েছেন ছাত্র সমন্বয়ক ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া।
তারপরেই সোসাল মিডিয়ায় আসিফ মাহামুদের করা আগের করা কয়েকটি পোস্ট বাপক ভাবে ভাইরাল হয়ে যায়। সেখাণে তিনি সাকিব ও তামিমকে নিয়ে নানা কথা বলেন। এবার মাশরাফিকে নিয়ে একটি পোস্ট ভাইরাল হয়েছে। তার ভেরিফাইড ফেসবুক একাউন্টে তার নাম ব্যবহার করে এই পোস্টটি করা হয়েছে।
যেখানে মাশরাফিকে চরমভাবে অপমান করা হয়েছে। পোস্টটিতে লেখা আছে যে, “বাঙ্গালীকে বক্সড বানানো প্রথম মহামানব,, যিনি বাঙ্গালীদের বিভিন্ন ভাবে দোচাবোকা বানিয়েছেন” এর আগে তার ব্যাক্তিগত ফেসবুক থেকে তিনি সাকিবকে নিয়ে বলেন, সাকিবের মধ্যে লিডারশীপ জিনিস টাই নাই বলায় ক্ষেপার কিছু নাই।
“ও খেললে আমি খেলবোই না, ও খেললে ক্যাপ্টেন্সি ছাইড়া দিব” এই এপ্রোচ নিয়া টিম লিড দেওয়া যায়? টিম স্পিরিট থাকে? ছোট বেলায় পাড়ার ক্রিকেটেও কেউ এমন করলে তারে বাদ দিয়া রাখতাম আমরা। আসিফ মাহমুদের আরও একটি পোস্ট ভাইরাল হয়। এই পোস্টটি তিনি ডিলিট করে দিয়েছেন।
খুব সম্ভবত বাংলাদেশ তার সর্বকালের সেরা অলরাউন্ডারকে হারাতে যাচ্ছে। আর এখনেই হয়তো শেষ হতে যাচ্ছে সাকিবের আন্তর্জাতিক ক্যারিয়ারের। পাকিস্তান সিরিজেই হয়তো সাকিবের আন্তর্জাতিক ক্যারিয়ারের শেষ এবং সাকিবের বিরুদ্ধে এখন মাম’লা লোডিং রয়েছে ।
আর হয়তো পাকিস্তান সিরিজের দ্বিতীয় ম্যাচ থেকেই সাকিবকে বাদ দেওয়া হবে । অলরেডি বিসিবি সাকিবকে বাদ দেওয়ার জন্য সমস্ত নীতিমালা নিয়ে নিয়েছেন । এখন শুধু আনুষ্ঠানিক ঘোষণাটা বাকি। রাজধানীতে বৈষম্য বিরোধী বিক্ষোভ চলাকালে গুলিবিদ্ধ হয়ে গার্মেন্টস কর্মী রুবেল নিহত হয়েছেন। এ ঘটনায় রাজধানীর আদাবর থানায় একটি হত্যা মামলা দায়ের করা হয়েছে।
শেখ হাসিনা, ওবায়দুল কাদেরসহ ১৫৬ জনকে আসামি করা হয়েছে। এ ছাড়া চার থেকে পাঁচ শতাধিক অজ্ঞাত আসামি করা হয়েছে। এ মামলার ২৮ নম্বর আসামি হলেন সাকিব আল হাসান। বলা হয়েছে যে, নিদের্শদাতা হিসেবে উঠে এসেছে দেশের সেরা ক্রিকেটার সাকিব আল হাসানের নাম।
সাকিব এখন পাকিস্তানের রাওয়ালপিন্ডিতে দুই টেস্ট সিরিজের প্রথম ম্যাচ খেলছেন। সাকিবের মামলা নিয়ে এখনো কিছু ভাবছে না বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। বিসিবি বিষয়টি শুনেছে। কিন্তু এ