17 C
Dhaka
Monday, December 23, 2024

ঘূর্ণিঝড় রেমাল: ফুফু ও বোনকে বাঁচাতে গিয়ে প্রাণ গেল যুবকের

বঙ্গোপসাগরে অবস্থান করা ঘূর্ণিঝড় রেমাল উপকূলের দিকে এগিয়ে আসছে। আবহাওয়া অধিদপ্তর ১০ নম্বর মহাবিপদ সংকেত দেখাতে বলেছে। এ অবস্থায় নিরাপদ আশ্রয়ে যাচ্ছেন উপকূলের মানুষ।

তবে এরই মধ্যে মিলল মৃত্যুর খবর। পটুয়াখালী কলাপাড়ায় পানিতে জোয়ারের পানিতে আটকে পড়া ফুপু ও বোনকে রক্ষা করতে গিয়ে এক যুবক নিহত হয়েছেন।

জোয়ারে পানির তোড়ে তলিয়ে যাওয়ার প্রায় ঘণ্টাখানেক পর তাঁর মরদেহ উদ্ধার করেন স্থানীয়রা। আজ রোববার দুপুরে ধূলাসর ইউনিয়নের কাউয়ারচর এলাকায় এ ঘটনা ঘটে।

আরও পড়ুনঃ  ব্যাপক ক্ষতির আশঙ্কা, আইলার মতোই ভয়ঙ্কর ঘূর্ণিঝড় রেমাল!

নিহত যুবকের নাম মো. শরীফ (২৪)। তিনি ওই এলাকার অনন্তপাড়ার আবদুর রহিমের ছেলে।

পুলিশ ও স্থানীয়রা বলছে, রোববার দুপুরের দিকে সমুদ্রের পানিতে কাউয়ারচর এলাকা ৫ থেকে ৭ ফুট প্লাবিত ছিল। ওই এলাকায় শরীফের ফুপুর বাড়ি। সেখানে তাঁর বোনও ছিল। দুপুরে ১টার দিকে অনন্তপাড়া থেকে শরীফ তাঁর বড় ভাই ও ফুপাকে সঙ্গে নিয়ে বোন এবং ফুপুকে উদ্ধার করতে যান। এ সময় সাঁতার কেটে ফুপুর ঘরে যাওয়ার সময় পানির ঢেউয়ে তলিয়ে যান শরীফ। পরে এক ঘণ্টা পর ওই স্থান থেকে শরীফের লাশ উদ্ধার করে স্থানীয়রা।

আরও পড়ুনঃ  সকালেই প্রবল ঘূর্ণিঝড়ে রূপ নেবে রেমাল, আছড়ে পড়বে মধ্যরাতে

এ বিষয়ে মহিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার হোসেন তালুকদার বলেন, ‘ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। পরবর্তী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।’

আপনার মতামত লিখুনঃ
সর্বশেষ সংবাদ
জনপ্রিয় সংবাদ