ট্রাফিক নিয়ন্ত্রণে দেশের বিভিন্ন সড়কে ট্রাফিক পুলিশের দায়িত্ব পালন করছেন স্কুল, কলেজ এবং বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা।
রাজধানীর সাইন্সল্যাব এলাকায় এমন দায়িত্ব পালন করছিলেন কিছু শিক্ষার্থীরা। এসময় তাদের হাতে সরকারি নথি নিয়ে যাওয়া জরুরি ওষুধের এক গাড়ি আটক হয়।
জানা যায়, সড়কে চলমান বিভিন্ন গাড়ির লাইসেন্স দেখছিলেন তারা। এসময় একটি জরুরি ওষুধের গাড়ি আসে। গাড়ির লাইসেন্স চেক করে এতে কী আছে জানতে চাইলে গাড়িচালক জরুরি ওষুধপত্র রয়েছে বলে জানান।
শিক্ষার্থীরা গাড়ি চেক করতে চাইলে চালক বার বার বাঁধা দেয় এবং টালবাহানা শুরু করে। এরপর তারা জোর করে চেক করতে গেলে দেখেন গাড়িভর্তি সরকারি বিভিন্ন গুরুত্বপূর্ণ নথি এবং কাগজপত্র। এসব কাগজপত্র সেনাবাহিনীর কাছে হস্তান্তর করা হবে বলে জানিয়েছেন শিক্ষার্থীরা।
এর আগে, পথে গাড়িতে টাকার বস্তাসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ এবং মূলয়বান জিনিসপত্র পাওয়ার ঘটনা ঘটেছে। এ কারণেই শিক্ষার্থীরা কঠোরভাবে পাহাড়া দিচ্ছেন।