17 C
Dhaka
Monday, December 23, 2024

জামায়াত আমিরের সঙ্গে সমমনা জোট সমন্বয়কের মতবিনিময়

ছাত্র-জনতার অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের প্রেক্ষিতে অন্তর্বর্তীকালীন সরকার গঠনের প্রাক্কালে জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানের সঙ্গে মতবিনিময় করেছেন যুগপৎ আন্দোলনের শরিক জাতীয়তাবাদী সমমনা জোটের সমন্বয়ক ও ন্যাশনাল পিপলস পার্টির (এনপিপি) চেয়ারম্যান ড. ফরিদুজ্জামান ফরহাদ।

এ সময় জামায়াতের নায়েবে আমির ও সাবেক এমপি অধ্যাপক মুজিবুর রহমানসহ অন্যরা উপস্থিত ছিলেন।

অন্যদিকে সমমনা জোটের পক্ষে জাগপার সভাপতি বীর মুক্তিযোদ্ধা খন্দকার লুৎফর রহমান, গণদলের চেয়ারম্যান এটিএম গোলাম মওলা চৌধুরী, বাংলাদেশ ন্যাপের চেয়ারম্যান এম এন শাওন সাদেকী, এনপিপির মহাসচিব মোস্তফিজুর রহমান মোস্তফা, যুগ্ম মহাসচিব মো. ফরিদ উদ্দিন প্রমুখ নেতারা উপস্থিত ছিলেন।

আরও পড়ুনঃ  আ.লীগের ফেসবুক জরিপে ৩৩ হাজার প্রতিক্রিয়ায় ১৭ হাজার ‘হা হা’

পরে ড. ফরিদুজ্জামান ফরহাদ বলেন, দেশে বর্তমানে নৈরাজ্যকর পরিস্থিতি বিরাজ করছে। সাম্প্রদায়িক হামলা, ব্যক্তিগত প্রতিশোধ, অর্থনৈতিক প্রতিষ্ঠানে লুটপাট-দখল, অরাজকতা, স্থাপনায় হামলার ঘটনা বন্ধ করতে হবে।

সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখতে হবে। মানুষের জানমালের নিরাপত্তা বিধান করতে হবে। এ জন্য দেশব্যাপী সেনাবাহিনীর টহল আরও বৃদ্ধি করতে হবে।

আপনার মতামত লিখুনঃ
সর্বশেষ সংবাদ
জনপ্রিয় সংবাদ