21 C
Dhaka
Monday, December 23, 2024

ঝিনাইদহে ভারতীয় পুলিশ সদস্য আটক

ঝিনাইদহের মহেশপুর সীমান্ত থেকে পিভি জন সিলভার রাজ নামে এক ভারতীয় পুলিশ সদস্যকে আটক করেছে বিজিবি। গত সোমবার (১২ আগস্ট) বিকালে অবৈধভাবে বাংলাদেশ থেকে ভারতে প্রত্যাবর্তনের চেষ্টাকালে মহেশপুর ৫৮ ব্যাটালিয়ন বিজিবি তাকে আটক করা হয়।

আটককৃত পিভি জন সিলভার রাজের বাড়ি তামিলনাড়ু প্রদেশের ত্রিসিটি জেলা ইকুদু থানার আনগুনগর গ্রামে। এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য নিশ্চিত করেছেন ৫৮ বিজিবির পরিচালক মো. আজিজুস শহীদ।

তিনি জানান, অবৈধভাবে ভারত থেকে বাংলাদেশে প্রবেশ করার অপরাধে গত ২২ মার্চ মহেশপুর ব্যাটালিয়ন (৫৮ বিজিবি) পিভি জন সিলভার রাজ নামে এক ভারতীয় পুলিশ সদস্যকে আটক করে মহেশপুর থানায় সোপর্দ করা হয়। গত ১৩ জুন আদালত থেকে জামিন প্রাপ্ত হয়ে পলাতক থাকেন পিভি জন।

আরও পড়ুনঃ  আগামী বছর থেকে ফিরছে আগের শিক্ষাক্রম

সোমবার (১২ আগস্ট) বিকালে অবৈধভাবে বাংলাদেশ থেকে ভারতে প্রত্যাবর্তনের চেষ্টাকালে আবারো তাকে আটক করা হয়। আটককৃত ভারতীয় পুলিশ সদস্যের বিরুদ্ধে মামলা দায়ের করে মঙ্গলবার (১৩ আগস্ট) মহেশপুর থানায় সোপর্দ করা হয়।

মহেশপুর থানা কর্তৃক সন্ধ্যায় আসামিকে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আমলী আদালত হাজির করলে রাতেই তাকে জেল হাজতে প্রেরণের নির্দেশ প্রদান করেন।

পরে রাত ৮টার দিকে আটককৃত ভারতীয় পুলিশ সদস্যকে ঝিনাইদহ জেলা কারাগারে হস্তান্তর করা হয় বলে জানান ৫৮ বিজিবির পরিচালক আজিজুস শহীদ।

আপনার মতামত লিখুনঃ
সর্বশেষ সংবাদ
জনপ্রিয় সংবাদ