25 C
Dhaka
Monday, December 23, 2024

ডা. দীপু মনি গ্রেফতার

সাবেক সমাজকল্যাণমন্ত্রী ও আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ডা. দীপু মনিকে রাজধানীর বারিধারা এলাকা থেকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর পুলিশ।

সোমবার (১৯ আগস্ট) সন্ধ্যায় তাকে আটক করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) কমিশনার মো. মাইনুল হাসান।

জানা যায়, চাঁদপুরের একটি মামলায় তাকে গ্রেফতার করা হয়েছে। বর্তমানে তাকে মিন্টো রোডের ডিবি কার্যালয়ে নেওয়া হচ্ছে। ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা বিভাগের একটি দল তাকে গ্রেফতার করেছে।

২০০৮ সাল থেকে দীপু মনি চাঁদপুর-৩ আসনের সংসদ সদস্য হিসেবে দায়িত্ব পালন করেছেন। এছাড়া ২০০৯ থেকে ২০১৩ সাল পর্যন্ত বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ছিলেন। আর ২০১৯ সাল থেকে এ বছরের শুরু পর্যন্ত শিক্ষামন্ত্রী ছিলেন।

আপনার মতামত লিখুনঃ
আরও পড়ুনঃ  ১৫ সদস্যের অন্তর্বর্তীকালীন সরকার, ‘শর্ট লিস্টে’ ২৪ জন
সর্বশেষ সংবাদ
জনপ্রিয় সংবাদ