25 C
Dhaka
Monday, December 23, 2024

দ্রুত নির্বাচন না হলে বিশৃঙ্খল পরিস্থিতির সৃষ্টি হবে: জয়

দ্রুত নির্বাচন আয়োজন না করলে বাংলাদেশে বিশৃঙ্খল পরিস্থিতির সৃষ্টি হবে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগ সভাপতি ও ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাপুত্র সজীব ওয়াজেদ জয়।

তিনি বলেন, বর্তমানে বাংলাদেশে বিশৃঙ্খল ‘জনতার শাসন’ চলছে। আগামীকাল যদি জনতা বলে না, আমরা অমুক ব্যক্তিকে অন্তর্বর্তী সরকারে চাই না, তাহলে তাকে চলে যেতে হবে।

রোববার (১১ আগস্ট) বার্তা সংস্থা এএফপির প্রকাশিত সাক্ষাৎকারে এ কথা বলা হয়।

গত ৫ আগস্ট পদত্যাগ করে পালিয়ে ভারতে আশ্রয় নেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। নিজের মা’কে আশ্রয় দেওয়ায় ভারত সরকারের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে সজীব ওয়াজেদ বলেন,

আরও পড়ুনঃ  ভারতে হাসিনার মেয়াদ ৪৫ দিন, বিলেত যাওয়ার রাস্তা খোলেনি এখনও

‘তার (শেখ হাসিনার) জীবন রক্ষা করায় ও তাকে নিরাপত্তা দেওয়ায় আমি (ভারতের প্রধানমন্ত্রী) নরেন্দ্র মোদি সরকারের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি।’

পরিস্থিতির সুযোগ নিতে হিন্দুদের ওপর হামলা, এনডিটিভিকে ফখরুলপরিস্থিতির সুযোগ নিতে হিন্দুদের ওপর হামলা, এনডিটিভিকে ফখরুল
শেখ হাসিনার পতনের পেছনে বিদেশি শক্তি কাজ করেছে বলে মনে করেন জয়।

এ প্রসঙ্গে তিনি বলেন, ‘কেবল কোনো গোয়েন্দা সংস্থাই অস্ত্র চোরাচালান করে এনে তা বিক্ষোভকারীদের সরবরাহ করতে পারে।’

গণতন্ত্র প্রতিষ্ঠায় আওয়ামী লীগ অত্যন্ত গুরুত্বপূর্ণ উল্লেখ করে সাবেক প্রধানমন্ত্রীর ছেলে বলেন, ‘আমাদের লাখ লাখ সমর্থক রয়েছেন। তারা (দেশ ছেড়ে) কোথাও যাচ্ছে না। আওয়ামী লীগকে বাদ দিয়ে বাংলাদেশে গণতন্ত্র প্রতিষ্ঠা করতে পারবেন না।’

আপনার মতামত লিখুনঃ
সর্বশেষ সংবাদ
জনপ্রিয় সংবাদ