27 C
Dhaka
Wednesday, April 30, 2025

‘পরিণতি টোকাইলীগের মতো হতে বেশি সময় লাগবে না’, কাকে হুমকি !

রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকায় জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সংগঠক (উত্তরাঞ্চল) সারজিস আলমের উপস্থিতি নিয়ে চিৎকার-চেঁচামেচির একটি ভিডিও ফেসবুকে ভাইরাল হয়েছে। বুধবার রাত ১০টার পরে আবাসিক এলাকার নর্থ সাউথ ইউনিভার্সিটির সামনে এই ঘটনাটি ঘটে।

ফেসবুকে বিভিন্ন অ্যাকাউন্ট থেকে ওই ঘটনার ভিডিও পোস্ট করা হচ্ছে এবং কিছু লোক দাবি করছেন, ‘সাধারণ শিক্ষার্থীরা’ সারজিস আলমকে বসুন্ধরা আবাসিক এলাকায় অবাঞ্ছিত ঘোষণা করেছেন।

এ ঘটনায়, বুধবার দিবাগত রাত পৌনে ৩টার দিকে সারজিস আলম নিজের ভেরিফায়েড ফেসবুকে একটি স্ট্যাটাস দেন। তিনি লিখেন, “ইফতারের পর বসুন্ধরা আবাসিক এলাকার প্রাইভেট ইউনিভার্সিটির সহযোদ্ধাদের সঙ্গে চায়ের আড্ডা দিতে এবং তাদের কথা শুনতে যাই। সন্ধ্যা ৭টা থেকে রাত ১০টা পর্যন্ত তাদের সাথে গল্প-আড্ডা হয়, চায়ের আড্ডা হয়।”

আরও পড়ুনঃ  শিক্ষকদের হয়রানি ও পদত্যাগে বাধ্য করা হচ্ছে: ঢাবি শিক্ষক সমিতি

তিনি আরও বলেন, “নর্থ সাউথ ইউনিভার্সিটি (এনএসইউ), এআইইউবি (আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি-বাংলাদেশ), আইইউবি (ইনডিপেনডেন্ট ইউনিভার্সিটি, বাংলাদেশ), এবং ইউনাইটেড ইউনিভার্সিটি (ইউআইইউ) এর শতাধিক সহযোদ্ধাদের সঙ্গে আড্ডা দিয়ে এনএসইউ’র সামনে দিয়ে হেঁটে আসছিলাম। তখন দেখি ১০-১২ জন ঢাবি সিন্ডিকেট নিয়ে স্লোগান দিচ্ছে।

তাদের মধ্যে ছাত্রদলের সেন্ট্রাল নেতা আহমেদ শাকিল ছিল। আমি এগিয়ে যাই, তাদের কথা শুনতে। তবে তারা আমার সঙ্গে থাকা প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের গালিগালাজ করতে থাকে। কয়েকজন স্টুডেন্ট হলেও বাকিরা ভাড়া করা দুষ্কৃতিকারী মনে হচ্ছিলো। বিব্রতকর পরিস্থিতি সৃষ্টি করার উদ্দেশ্য বুঝতে পেরে আমি দুই পক্ষকেই চলে যেতে বলি এবং চলে আসি।”

আরও পড়ুনঃ  ড. ইউনূসকে সম্মানসূচক ডক্টরেট ডিগ্রি দেবে চীনের বিশ্ববিদ্যালয়

সারজিস আরও বলেন, “পরবর্তীতে ছাত্রদলের শাকিল তার নেতৃত্বে থাকা দুষ্কৃতিকারী সন্ত্রাসীদের নিয়ে আমার সাথে থাকা শিক্ষার্থীদের ওপর ধারালো অস্ত্র দিয়ে হামলা করে এবং মাথায় ও পিঠে আঘাত করে একাধিক জনকে রক্তাক্ত করে।”

এ ঘটনার দ্রুত বিচার দাবি করে সারজিস আলম বলেন, “১৬ বছর ধরে ছাত্রদল টোকাইলীগের দ্বারা নির্যাতিত হওয়ার পর যদি আজ ছাত্রদলের কেউ টোকাইলীগের মতো আচরণ করে, তবে তার পরিণতি টোকাইলীগের মতো হতে বেশি সময় লাগবে না।”

প্রত্যক্ষদর্শীরা জানান, সারজিস আলম বুধবার সন্ধ্যা ৭টার দিকে বসুন্ধরা আবাসিক এলাকায় আসেন এবং ৩ ঘণ্টা ধরে ওই এলাকার বিভিন্ন বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সঙ্গে আড্ডা দেন। রাত ১০টার পর প্রায় ১৫ জন তরুণ হঠাৎ সারজিসকে লক্ষ্য করে বিভিন্ন স্লোগান দিতে শুরু করেন। একপর্যায়ে দুই পক্ষে উত্তপ্ত বাক্যবিনিময় হয়। সারজিস তাদের নিবৃত্ত করার চেষ্টা করেন এবং পরে গাড়িতে উঠে চলে আসেন। এরপর দুই পক্ষের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটে।

আপনার মতামত লিখুনঃ
সর্বশেষ সংবাদ
জনপ্রিয় সংবাদ