19 C
Dhaka
Monday, December 23, 2024

ফাঁস হচ্ছে বিসিবি সব কুকর্ম: ভারত বিশ্বকাপের পাওনা টাকা নিয়ে বেরিয়ে আসল যে গোপন তথ্য

২০২৩ সালে ওয়ানডে বিশ্বকাপ হয়েছিল ভারতে। সে বছর ভারতের মাটিতে ওয়ানডে বিশ্বকাপে খেলেছিল বাংলাদেশ। সেই বিশ্বকাপে হতাশাজনক পারফরম্যান্স করে অনেক সমালোচনার মুখে পড়েছিল বাংলাদেশ ক্রিকেট দল। জিতেছিল কেবল মাত্র দুটি ম্যাচ, হারতে হয়েছে নেদারল্যান্ডসের মতো দলের বিপক্ষেও।

ভারত বিশ্বকাপে পাওনা টাকা এখনো ক্রিকেটারদের মধ্যে বণ্টন করেনি বিসিবি, এমনটি দাবি করেছেন কোয়াবের সাধারণ সম্পাদক দেবব্রত পাল।

আজ ১১ই আগস্ট রোববার মিরপুরে গণমাধ্যমের মুখোমুখি হয়ে দেবব্রত জানান, ‘ক্রিকেট অপারেশন্স এখন যেটা আছে ক্রিকেটারদের। আপনারা কি জানেন ২০২৩ ওয়ানডে বিশ্বকাপ হয়েছিল ভারতে।

সেই ওয়ানডে বিশ্বকাপের টাকা আইসিসির সঙ্গে ইন্টারন্যাশনাল ক্রিকেট অ্যাসোসিয়েশনের যে চুক্তি থাকে ৫০ দিনের মধ্যে টাকা দেওয়ার কথা।

এটা খেলোয়াড়দের মধ্যে বণ্টন হয় সেই টাকা এখনো পর্যন্ত খেলোয়াড়দের দেওয়া হয়নি। এই বিশ্বকাপও কিন্তু ১৪ দিন চলে গেছে আপনারা জিনিসগুলো বুঝবেন।’

দেবব্রত ক্ষোভ জানিয়ে আরও বলেন, ‘আম্পায়ার্স কমিটিসহ ক্রিকেট বোর্ড তারা যে ব্যবস্থাপনা ও পেশাদারিত্ব ছিল। এরপরও আমি যেটা বললাম যে ক্রিকেটে একটা ভদ্রলোকের খেলা।

কিন্তু কোনো প্রকার ভদ্র আচরণ এখানে ছিল না। আম্পায়ার ডিপার্টমেন্টে আগের চেয়ারম্যান দেখেন বর্তমান দেখেন আজকে মোর্শেদ আলী খান ইন্টারন্যাশনাল প্যানেলে গিয়েছে।

আরও পড়ুনঃ  পরীর মেয়ের নাম সাফিরা সুলতানা, নিয়ম মেনেই নিয়েছেন দত্তক

আমরা কি জানি সে এখনো পর্যন্ত বিসিবির কন্ট্রাক্টে এ নাই। এমন একটা বৈষম্যের শিকার করা এগুলো কখনো হইতে পারে না।’

শেষ ওভারের ঘটনা। শিরোপা ছুঁতে হলে ৬ বলে দক্ষিণ আফ্রিকার দরকার ১৬ রান। প্রথম বলটা করলেন হার্দিক পান্ডিয়া, লং অফ দিয়ে উড়িয়ে দিলেন মিলার। বল বাতাসে ভেসে বাউন্ডারি ছোঁয়ার আগেই দৌড়ে এসে তালুবন্দি করেন সূর্যকুমার। তবে ব্যালেন্স রাখতে না পেরে বাইরে ছুঁড়ে দেন এবং ফিরে এসে ক্যাচ নেন।

তবে মূল সমস্যাটা হয়েছে ক্যাচ ধরার সময়, বাউন্ডারি রোপ মূল সীমানা থেকে সরে ছিল। যদি দড়ি মূল সীমানা থেকে সরে গিয়ে থাকে, সেক্ষেত্রে আইন কী বলে? ক্রিকেটের ‘অ্যালমানাক’ খ্যাত উইজডেন জানাচ্ছে, আইসিসির প্লেয়িং কন্ডিশন অনুযায়ী ১৯.৩ অনুচ্ছেদে বলা হয়েছে, ‘সীমানা চিহ্নিত করতে ব্যবহৃত কোনো কঠিন বস্তু যদি কোনো কারণে বিঘ্নিত (সরে যায়) হয়, তাহলে সীমানাটির আসল অবস্থান বিবেচনা করা হবে।’

১৯.৩.২ অনুচ্ছেদে বলা হয়েছে, ‘সীমানা চিহ্নিত করতে ব্যবহৃত কোনো কঠিন বস্তু যদি কোনো কারণে বিঘ্নিত (সরে যায়) হয়, তাহলে যত দ্রুত সম্ভব তা ঠিক করতে হবে। খেলা চলতে থাকলে বল ডেড হওয়ামাত্রই এ কাজ করতে হবে।’ আইসিসির নিয়ম তাহলে সরাসরি বলছে মিলারের ক্যাচটি অবৈঠ ছিল। মিলারের ক্যাচটি ছক্কা হলে বিশ্ব হয়তো নতুন চ্যাম্পিয়ন পেয়ে যেতো। খেলার মাঠে আইসিসির নিয়ম অনু

আরও পড়ুনঃ  সাকিবের বস হয়ে ক্রিকেটে ফিরছেন তামিম ইকবাল

লিগ পর্বে শীর্ষে থাকা কলকাতা নাইট রাইডার্স সেরা সাফল্য নিয়ে আইপিএল শেষ করলো। এবারের আসরের রানবন্যা বইয়ে দেওয়া সানরাইজার্স হায়দরাবাদকে ৮ উইকেটে হারিয়ে চ্যাম্পিয়ন হলো তারা। অপেক্ষা ফুরালো ১০ বছরের।

২০১২ ও ২০১৪ সালের পর তৃতীয় ট্রফি হাতে নিলো কলকাতা। এবার আইপিএলে মাত্র ১০টি ম্যাচ খেলে দেশে ফিরতে হয়েছে মুস্তাফিজকে। তবে এই দশ ম্যাচেই তুলে নিয়েছেন ১৪ উইকেট। উইকেট শিকারি তালিকায় রয়েছেন ২১ তম স্থানে।

তবে এবার আইপিএলে ১টি মেইডেন ওভার দিয়ে বিদেশি ক্রিকেটারদের তালিকায় রয়েছেন প্রথম স্থানে। তাছাড়া সব দেশি বিদেশিদের মধ্যে রয়েছেন ৫ম স্থানে। এছাড়াও এক ইনিংস সর্বোচ্চ ১৬টি ডট বল দিয়ে দেশি বিদেশিদের মধ্যে রয়েছেন ৬ষ্ট স্থানে আর শুধু বিদেশিদের মধ্যে রয়েছেন ১ম স্থানে। সর্বোচ্চ ১৭টি ডট বল করে ১ম স্থানে রয়েছেন মায়াঙ্ক যাদব।

আরও পড়ুনঃ  পাপনের পদ পাওয়ার পরেই সাকিবকে নিয়ে করা আসিফ মাহমুদের পোস্ট ভাইরাল, উল্ট পাল্ট বিসিবি

নোবেল বিজয়ী অর্থনীতিবিদ ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে গতকাল (বৃহস্পতিবার) রাতে অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হয়। বঙ্গভবনে ১৭ সদস্যের অন্তর্বর্তী সরকারের ১৪ জন শপথ নেন।অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস বিভিন্ন মন্ত্রণালয়/বিভাগের দায়িত্ব বণ্টন করেছেন।

আজ (শুক্রবার) এর মধ্যে ক্রীড়া মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হয়েছে আসিফ মাহমুদ সজীব ভূঁইয়াকে। এর পরেই সামাজিক যোগাযোগ মাধ্যমে আসিফফ মাহামুদের করা পূর্বের করা একটি পোস্ট বাপক ভাবে ছরিয়ে পরে যাতে তিনি সাকিবকে উদ্দেশ্য করে বলেন “সাকিবের মধ্যে লিডারশিপ জিনিসটা নাই বলে ক্ষ্যাপার কিছু নাই।

ও খেললে আমি খেলব না, ও খেললে ক্যাপ্টেন্সি ছাইড়া দিব, এই অপ্রোচ নিয়ে টিম লিড দেওয়া যায়? টিম স্প্রিড থাকে? ছোটবেলায় পাড়ার ক্রিকেটেও কেউ এরকম করলে তারে বাদ দিয়ে রাখতাম আমরা।” এখন তো সামাজিক যোগাযোগ মাধ্যমে অনেকেই ভাবছেন সাকিব দেশে আসার পর তাকে বাদ দেয়া হতে পারে।

আপনার মতামত লিখুনঃ
সর্বশেষ সংবাদ
জনপ্রিয় সংবাদ