26 C
Dhaka
Monday, December 23, 2024

বন্যায় পশু-পাখিদের জন্যও পদক্ষেপ আহমাদুল্লাহর

যে কোনো বিপদে মানুষের পাশে এগিয়ে আসা ব্যক্তিদের অন্যতম হলেন বিশিষ্ট ইসলামী ব্যক্তিত্ব শায়খ আহমাদুল্লাহ।

নোয়াখালী ফেনীসহ বিভিন্ন অঞ্চলে এবারের বন্যায় শত শত টন ত্রাণ নিয়ে মানুষের পাশে দাঁড়িয়েছেন তিনি।

নিজের প্রতিষ্ঠিত আসসুন্নাহ ফাউন্ডেশনের ত্রাণ কার্যক্রম পরিচালনা করছেন তিনি। এবার বন্যা দুর্গত অঞ্চলে পশু-পাখিদের জন্যও পদক্ষেপ নিয়েছেন তিনি।

শনিবার (২৪ আগস্ট) সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে এক পোস্টে শায়খ আহমাদুল্লাহ নিজে এ তথ্য জানিয়েছেন।

তিনি জানান, মানুষের পাশাপাশি আমরা ভেবেছি গৃহপালিত পশুর কথাও। গোখাদ্য হিসেবে দুর্গত এলাকার জন্য রওনা হচ্ছে ৬৭ দশমিক ৩৭ টন ভূসি। এগুলো বন্যদুর্গত ৪টি জেলা ফেনী, লক্ষ্মীপুর, নোয়াখালী ও কুমিল্লার বিভিন্ন স্পটে বিতরণ করা হবে।

আরও পড়ুনঃ  আমাকে ছেড়ে দিন, দেশ ঠিক করে দেব: সালমান এফ রহমান

এর আগে ত্রাণ সহায়তা কাযক্রম নিয়ে নিজের অভিজ্ঞতা তুলে ধরেন শায়খ আহমাদুল্লাহ। শুক্রবার রাতে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে এক

পোস্টে তিনি জানান, অভূতপূর্ব ঘটনাবহুল এক দিন পার হলো আজ। স্বেচ্ছাশ্রম দেওয়ার জন্যও যে মানুষ এভাবে প্রতিযোগিতা করতে পারে, আমাদের ধারণার বাইরে ছিল।

তিনি লিখেন, আমাদের কর্মযজ্ঞে কায়িক শ্রম দিতে ছুটে এসেছিলেন হাজারো মানুষ। তাদের মধ্যে ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, পা হারানো প্রতিবন্ধী, সনাতন ধর্মাবলম্বী, এমনকি শিশুরাও। আমরা সবার প্রতি কৃতজ্ঞ।

আপনার মতামত লিখুনঃ
সর্বশেষ সংবাদ
জনপ্রিয় সংবাদ