25 C
Dhaka
Monday, December 23, 2024

বন্যার্তদের সাহায্যার্থে দুই মাসের আয়ের টাকা দিলেন সিয়াম

ভারী বর্ষণ ও ভারতের উজান থেকে নেমে আসা ঢলে দেশের দক্ষিণ-পূর্বাঞ্চলের ৯টি জেলা বিপর্যস্ত। এসময় সাধারণ মানুষের পাশাপাশি সবাইকে এগিয়ে আসার আহ্বান জানাচ্ছেন শোবিজ তারকারাও।

বন্যার্তদের সাহায্যার্থে দুই মাসের আয় পুরোটাই দিয়ে দিলেন চিত্রনায়ক সিয়াম। শুধু তিনি একা নন, তার স্ত্রী শাম্মা রুশাফি অবন্তীও দিলেন তার এক মাসের আয়ের টাকা। শুক্রবার বিকেলে একটি ভিডিও বার্তায় বন্যার্তদের পাশে দাঁড়ানোর আহবান জানিয়ে এমন কথা বলেন সিয়াম।

এসময় সিয়াম আহমেদ বলেন, ‘গতকাল একটি ছোট বাচ্চা তার জমানো ১৪৫০০ টাকার পুরোটাই বন্যার্তদের জন্য ডোনেট করে দিয়েছেন। এটাই আমাদের বাংলাদেশের সৌন্দর্য্য। আমরা যদি আমাদের নিজেদের জায়গা থেকে নিজেরা পদক্ষেপ নিতে পারি তাহলে সবই সম্ভব। সেই জায়গা থেকে আমি সিদ্ধান্ত নিয়েছি আমি আমার এই মাস ও শেষ মাসের আয় ডোনেট করতে যাচ্ছি। এরমধ্যে কিছু টাকা আমি দিয়েছি। বাকিটা এখন দিতে চাচ্ছি।’

আরও পড়ুনঃ  ছাত্র-জনতাকে রাজপথ দখলে রাখতে হবে আরো কিছুদিন: আজহারী

তিনি আরও বলেন, ‘দানের বিষয়টি এভাবে বলা উচিৎ নয়। তবে আমি মনে করি এই সময় এটা বলা দরকার। কারণ এটাতে অনেকে উৎসাহিত হবেন।’

এরপর চলতি মাসে নিজের আয়ের অংশটুকু বন্যার্তদের দেওয়ার কথা সিয়ামের স্ত্রী।

আপনার মতামত লিখুনঃ
সর্বশেষ সংবাদ
জনপ্রিয় সংবাদ