19 C
Dhaka
Monday, December 23, 2024

মৃত্যুর কয়েক ঘন্টা আগে ফেসবুকে কিসের ইঙ্গিত দিয়েছিলেন সাংবাদিক সারাহ

রাজধানীর হাতিরঝিল থেকে রাহানুমা সারাহ (৩২) নামের এক গণমাধ্যমকর্মীর মরদেহ উদ্ধার করা হয়েছে। মঙ্গলবার (২৭ আগস্ট) দিবাগত রাত পৌনে ২টার দিকে স্থানীয়রা তার মরদেহ উদ্ধার করে। পরে অচেতন অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

রাহানুমা সারাহ বেসরকারি টেলিভিশন চ্যানেল জি-টিভির নিউজরুম এডিটর ছিলেন। গ্রামের বাড়ি নোয়াখালীর সোনাইমুড়ী উপজেলার ইসলামবাগ কৃষ্ণপুরে। সারাহ ওই এলাকার বখতিয়ার শিকদারের মেয়ে। স্বামী সায়েদ শুভ্রর সঙ্গে থাকতেন রাজধানীর কল্যাণপুরের ভাড়া বাসায়।

আরও পড়ুনঃ  শেখ মুজিব তার কৃতকর্মের করুণ পরিণতি ভোগ করেছেন: পাকিস্তানের প্রধানমন্ত্রী

গণমাধ্যমকে সায়েদ শুভ্র জানিয়েছেন, সাত বছর আগে প্রেম করে পরিবারকে না জানিয়ে বিয়ে করেন তারা। মরদেহ উদ্ধারের আগে তাদের মধ্যে কোনো ঝামেলা হয়নি।

তবে কিছুদিন আগে থেকে রাহানুমা আলাদা হয়ে যেতে চাইছিলেন। কাজী অফিসে গিয়ে বিবাহবিচ্ছেদ সম্পন্নের কথা থাকলেও দেশের পরিস্থিতির প্রেক্ষাপটে সেটি করা হয়নি।

তবে হঠাৎ রাহানুমা সারাহ’র মরদেহ উদ্ধার নিয়ে ধোঁয়াশা সৃষ্টি হয়েছে। হাতিরঝিল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম জানিয়েছেন, লেকের পানিতে রাহানুমার নিথর দেহ ভাসছিল।

পথচারীরা দেখতে পেলে উদ্ধার করে ঢামেকে নিয়ে যান। পরে পরীক্ষা-নিরীক্ষার পর চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এটি হত্যা নাকি আত্মহত্যা, ময়নাতদন্ত প্রতিবেদন পাওয়ার পর সে বিষয়ে নিশ্চিতভাবে বলা যাবে।

আপনার মতামত লিখুনঃ
সর্বশেষ সংবাদ
জনপ্রিয় সংবাদ