19 C
Dhaka
Monday, December 23, 2024

মৌলভীবাজারে গণপিটুনিতে চোর জায়েদ খান নিহত

মৌলভীবাজারের কুলাউড়ায় চুরি করতে গিয়ে জায়েদ খান (২৮) নামের এক যুবক গণপিটুনিতে নিহত হয়েছেন। আজ মঙ্গলবার (২৭ আগস্ট) রাত ২টার দিকে সদর ইউনিয়নের বালিশিরি গ্রামে এ ঘটনা ঘটে। পরে তাকে উদ্ধার করে হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। জায়েদ ওই গ্রামের বাসিন্দা।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, মঙ্গলবার রাতে জায়েদ বালিশিরি গ্রামের একটি কেজি স্কুলে ফ্যান চুরি করতে যায়। এ সময় স্থানীয় জনতা তাকে আটক করে গণপিটুনি দেয়।

আরও পড়ুনঃ  চাকরি ফিরে পেলেন অবসরে পাঠানো ৫ পুলিশ কর্মকর্তা

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মুমূর্ষু অবস্থায় তাকে উদ্ধার করে স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

বিষয়টি নিশ্চিত করে কুলাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বিনয় ভূষন রায় বলেন, বুধবার সকালে জায়েদের লাশ ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়েছে। নিহতের পরিবার থানায় অভিযোগ দিলে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।

আপনার মতামত লিখুনঃ
সর্বশেষ সংবাদ
জনপ্রিয় সংবাদ