25 C
Dhaka
Monday, December 23, 2024

রাজনৈতিক দল গঠন নিয়ে যা জানালেন উপদেষ্টা নাহিদ

এক মাসের মধ্যেই নতুন দল গঠনের চিন্তাভাবনা করছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে জড়িত শিক্ষার্থীরা।

আন্দোলনে জড়িত ৪ ছাত্রনেতার সঙ্গে কথা বলে এমনটি জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স। তবে এই মূহুর্তে রাজনৈতিক দল গঠনের কোনো পরিকল্পনা নেই বলে জানিয়েছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক ও অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা নাহিদ ইসলাম।

শুক্রবার (১৬ আগস্ট) রাত ৯টা ৫ মিনিটে তার ফেসবুক আইডিতে এক স্টাটাসের মাধ্যমে তিনি এই কথা জানান।

নাহিত ইসলাম বলেন, রাজনৈতিক দল গঠন আমাদের গণঅভ্যুত্থানের অভিমুখ না। এই মূহুর্তে প্রয়োজন অভ্যুত্থানে আহত ও শহীদদের পরিবারের পাশে দাঁড়ানো, নতুন করে দেশ গঠন-সংস্কার ও অভ্যুত্থানের স্পিরিট ও জাতীয় ঐক্য ধরে রাখা। ছাত্র-জনতা ও অন্তর্বর্তীকালীন সরকার সে লক্ষ্যে কাজ করবে।

আরও পড়ুনঃ  বন্যাদুর্গত বাংলাদেশিদের নিয়ে ভারতীয় গণমাধ্যমে হাস্যরস

তিনি বলেন, ফ্যাসিবাদী ব্যবস্থার বিলোপ করে নতুন রাজনৈতিক বন্দোবস্ত আমাদের এক দফার অংশ ছিল। সেজন্য বিস্তর কাজ ও রাজনৈতিক কার্যক্রম প্রয়োজন। জনগণের সাথে আলোচনা ও সংলাপের মাধ্যমে আমরা ভবিষ্যৎ বাংলাদেশের রুপরেখা প্রণয়ন করতে চাই।

তিনি আরও বলেন, এই মূহুর্তে রাজনৈতিক দল গঠনের কোনো পরিকল্পনা আমাদের নাই। ছাত্র-জনতা অভ্যুত্থানের স্পিরিট রক্ষায় সামাজিক-রাজনৈতিক শক্তি হিসেবে কাজ করবে এবং সরকার জনগণের আকাঙ্ক্ষা অনুযায়ী রাষ্ট্র পুনর্গঠনের লক্ষ্যে কাজ করবে।

আপনার মতামত লিখুনঃ
সর্বশেষ সংবাদ
জনপ্রিয় সংবাদ