27 C
Dhaka
Saturday, May 3, 2025

রাষ্ট্রের শুদ্ধির জন্য কোরআনের শাসন দরকার: অধ্যক্ষ ইউনুস

ইসলামী আন্দোলন বাংলাদেশের মহাসচিব মহাসচিব মাওলানা অধ্যক্ষ মাওলানা ইউনুস আহমদ বলেছেন, পরিবারে শুদ্ধির জন্য, সমাজ শুদ্ধির জন্য, রাষ্ট্রের শুদ্ধির জন্য কোরআনের শাসন দরকার। তাহলে সর্বক্ষেত্রে আইনের শাসন প্রতিষ্ঠা হবে। সচেতন মুসলমান ইসলামকে উপেক্ষা করে মানবরচিত কোনো মতবাদে বিশ্বাসী হতে পারে না।

ইসলামী আইনজীবী পরিষদের উদ্যোগে সোমবার (১৭ মার্চ) বাংলাদেশ সুপ্রিম কোর্ট বার ক্যান্টিনে আয়োজিত মাহে রমজানের তাৎপর্য শীর্ষক আলোচনা সভা ও ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন তিনি।

আরও পড়ুনঃ  ঢাবি ছাত্রীর নগ্ন ছবি পোস্ট করা সেই সাদাত এখন নতুন ছাত্রসংগঠনের কেন্দ্রীয় নেতা

ইসলামী আইনজীবী পরিষদের সভাপতি সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী অ্যাডভোকেট শেখ আতিয়ার রহমানের সভাপতিত্বে ও জয়েন্ট সেক্রেটারি অ্যাডভোকেট বায়েজীদ হোসেনের পরিচালনায় আলোচনা সভায় বিশেষ অতিথির বক্তব্য দেন- ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রেসিডিয়াম মেম্বার অধ্যাপক আশরাফ আলী আকন।

অন্যান্যদের মধ্যে বক্তব্য দেন অ্যাডভোকেট মোহাম্মদ হারুনুর রশিদ, অ্যাডভোকেট মশিউর রহমান, অ্যাডভোকেট সরদার মানিক, অ্যাডভোকেট তোতা, অ্যাডভোকেট হানিফ, অ্যাডভোকেট মো. মিজানুর রহমান, অ্যাডভোকেট শেখ লুৎফর রহমান, অ্যাডভোকেট আ. হামিদ হোসেন, অ্যাডভোকেট বরকতউল্লাহ লতিফ, অ্যাডভোকেট আনিচুর রহমান, অ্যাডভোকেট রফিকুল ইসলাম, অ্যাডভোকেট ইজারুল ইসলাম, অ্যাডভোকেট মো. বিল্লাল মজুমদারসহ ইসলামী আন্দোলনের সহযোগী সংগঠনের বিভিন্ন নেতারা।

আপনার মতামত লিখুনঃ
সর্বশেষ সংবাদ
জনপ্রিয় সংবাদ