21 C
Dhaka
Monday, December 23, 2024

লালবাগ থানায় শেখ হাসিনার বিরুদ্ধে হত্যা মামলার অভিযোগ গ্রহণ

দিনভর নাটকীয়তার পর অবশেষে কোটা আন্দোলনে নিহত শিক্ষার্থী খালিদ হাসান সাইফুল্লাহ হত্যা মামলার আবেদন গ্রহণ করেছে ঢাকার লালবাগ থানা। আবেদনে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ৯১ জনকে আসামি করা হয়েছে।

রোববার (১৮ আগস্ট) মামলা দায়ের হতে পারে বলে জানা গেছে।

গত ১৮ জুলাই কোটা আন্দোলনে গিয়ে রাজধানীর আজিমপুরে পুলিশের গুলিতে মারা যান কলেজ শিক্ষার্থী সাইফুল্লাহ। ঘটনার এক মাস পর সাইফুল্লাহর বাবা লালবাগ থানায় মামলা করতে যান। কিন্তু সেখানে যাওয়ার পর শুরু হয় নানা নাটকীয়তা। অভিযোগ ওঠে মামলা না নেওয়ার।

আরও পড়ুনঃ  ‘হাউন আংকেল’ প্রসঙ্গ টেনে যা বললেন লুবাবা

গতকাল শনিবার রাতে সাইফুল্লাহর বাবা কামরুল ইসলাম সাংবাদিকদের জানান, ‘রাত প্রায় সাড়ে ১২টা বাজে। কিন্তু এখনো মামলা নেওয়া হয়নি। বিভিন্নভাবে কালক্ষেপণ করা হচ্ছে। একটা মামলা নিয়ে এত হয়রানি হতে হয়, সেটা আমি কখনো জানতাম না।’

জানা গেছে, সাইফুল্লাহ হত্যা মামলার আবেদন নিতে দেরি করায় থানা ঘেরাও করে রাখে উত্তেজিত জনতা। পরে সেনাবাহিনীর মধ্যস্থতায় পরিস্থিতি স্বাভাবিক হয়। এর ১২ ঘণ্টারও বেশি সময় পর আবেদন গ্রহণ করে পুলিশ।

আইনজীবী মো. মুজাহিদুল ইসলাম সাংবাদিকদের জানান, এই মামলার এজাহার কপিসহ মোট ১২ পাতা গ্রহণ করেছেন ডিউটি অফিসার। তিনি আশ্বাস দিয়েছেন, রোববার মামলাটি এজাহারভুক্ত হবে।

আরও পড়ুনঃ  আলটিমেটামেও কাজে যোগ দেননি কিছু পুলিশ কর্মকর্তা

প্রসঙ্গত, আইডিয়াল কলেজ শিক্ষার্থী খালিদ হাসান সাইফুল্লাহর শরীরে ৭১টি গুলি লাগে বলে জানিয়েছেন পরিবারের সদস্যরা।

আপনার মতামত লিখুনঃ
সর্বশেষ সংবাদ
জনপ্রিয় সংবাদ