26 C
Dhaka
Monday, December 23, 2024

শিক্ষার্থীর মুখ চেপে ধরা সেই পুলিশ পরিদর্শক বরখাস্ত

কোটা আন্দোলন চলাকালীন সময়ে নাহিদুল ইসলাম নামে এক শিক্ষার্থীর মুখ চেপে ধরায় ডিএমপির শাহবাগ থানায় কর্মরত নিরস্ত্র পুলিশ পরিদর্শক (অপারেশন) মো. আরশাদ হোসেনকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।

সোমবার (১৯ আগস্ট) ডিএমপির পুলিশ কমিশনার মো. মাইনুল হাসান সই করা এক অফিস আদেশে এ তথ্য জানানো হয়।

এর আগে, গেল ৩১ জুলাই ছাত্র আন্দোলনের ‘মার্চ ফর জাস্টিস’ কর্মসূচিতে ঢাকার নিউ মডেল ডিগ্রি কলেজের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী নাহিদুল ইসলামের মুখ চেপে ধরেন পরিদর্শক আরশাদ হোসেন।

আরও পড়ুনঃ  কুরআনের হাফেজ, তাই বিসিএস এ প্রথম হয়েও চাকরি হলো না!

অপেশাদার কর্মকাণ্ডের কারণে পুলিশের কার্যক্রম সমন্ধে জনসম্মুখে বিরূপ ধারণার সৃষ্টিসহ পুলিশের ভাবমূর্তি ক্ষুণ্ন হওয়ায় আরশাদ হোসেন সাময়িক বরখাস্ত করা হয় বলে জানায় ডিএমপি।

উল্লেখ্য, পুলিশ পরিদর্শক আরশাদ হোসেনের বিরুদ্ধে আরো অনেক অভিযোগ রয়েছে।

তিনি আন্দোলনরত শিক্ষার্থীদের জামায়াত-শিবির বলেও আখ্যায়িত করেছিলেন। সে সময় সামাজিকমাধ্যম ফেসবুকে তার সেই ভিডিও ছড়িয়ে পড়ে।

আপনার মতামত লিখুনঃ
সর্বশেষ সংবাদ
জনপ্রিয় সংবাদ