সরকার পতনের পর থেকে বাংলাদেশের পরিস্থিতি উল্টো পথে চলতে শুরু করেছে। এক মাস আগে দেশের প্রভাবশালী নেতারা এখন নিজেদের বাচাতে ব্যাস্থ হয়ে পড়েছে। ক্ষমতা হারিয়ে ভারিতে পালিয়েছে শেখ হাসিনা কিন্তু তার বিপুদ্ধে একের পর এক মামলা হয়েই চলেছে।
এবার সেই মামলায় যুক্ত হলো ক্রিকেটার সাকিব আল হাসানের নাম। একটি হত্যা মামলার ২৮ তম আসামী করা হয়েছে সাকিব কে যদিও তিনি এখন পাকিস্তানে দলের সাথে ব্যাস্থ সময় পার করছেন।
তবে সাকিবকে নিয়ে এখনি কোনো সিদ্ধান্ত নিতে চায় না বিসিবি। বিসিবি সভাপতি ফারুক আহমেদ বলেন, এফআইআর হয়েছে এটা তো মাত্র ফারস্ত ইনফরমেশন। এখনও কোনো চার্জ গঠন হয়নি, আমি যতদূর জানি। বিসিবির সাথে সাকিবের সম্পর্ক হলো সে খেলোয়াড় বা কর্মী। চুক্তিতে আছে। লিগ্যাল নোটিশ পেলে আমরা সিদ্ধান্ত নিতে পারব।
সুত্র থেকে জানা গেছে সাকিবকে বাদ দেয়ার আলোচনা চলছে বিসিবিতে। যেকোনো সময় আসতে পারে সিদ্ধান্ত। পাকিস্তানের বিপক্ষে যেহুতু প্রথম টেস্ট ম্যাচ শুরু হয়ে গেছে তাই তাকে এই ম্যাচ থেকে বাদ দিতে পারছে না বিসিবি।
কিন্তু পাকিস্তানের বিপক্ষে দ্বিতীয় টেস্ট ম্যাচের দল থেকে বাদ দেয়া হতে পারে তাকে। যত দিন এই মামলার রায় না হয় তত দিন তিনি জাতীয় দলের বাইরে থাকতে পারেন। যদি তিনি এই মামলা থেকে মুক্তি পান বা রায় তার পক্ষে আসে তাহলে তিনি আবারও ক্রিকেটে ফিরতে পারবেন।
এদিকে সাকিবের পক্ষে বিপক্ষ নিয়ে অনেকেই সোশ্যাল মিডিয়ায় কথা বলছেন। এবার সাকিবের পক্ষ নিয়ে কথা বলেছেন সাকিবের সাবেক সতীর্থ রুবেল হোসেন।
নিজের ভেরিফাই ফেসবুজ পেজে রুবেল হোসেন বলেন, বাংলাদেশের রাজনীতিতে সবচাইতে অভাগা একজন রাজনীতিবিদ যার ৬/৭ মাস রাজনীতির ক্যারিয়ারে পাঁচ মাসের মতই ছিলেন দেশের বাইরে ।
আপনি সংসদ সদস্য হয়ে কিছু পাওয়ার চেয়ে হারিয়েছেন অনেক কিছু । বাংলাদেশের সমস্ত ক্রিকেটার আপনার পাশে আছে, সাকিব ক্রিকেটেই সুন্দর রাজনীতিতে নয় ।