25 C
Dhaka
Monday, December 23, 2024

মাছ শিকারে গি‌য়ে যুবকের রহস্যজনক মৃত্যু

চাঁদপুরের ফ‌রিদগ‌ঞ্জে মাছ শিকার কর‌তে গি‌য়ে শাহাদাৎ হো‌সেন সাধু (৩৫) না‌মে এক যুবকের রহস‌্যজনক মৃত্যু হ‌য়ে‌ছে। রোববার (২ জুন) সন্ধ্যায় এ ঘটনা ঘটে। নিহত সাধু উপ‌জেলার ৩নং সু‌বিদপুর (পূর্ব) ইউ‌নিয়‌নের ৪নং ওয়ার্ড বাঘপুর গ্রা‌মের বেপারী বাড়ির মৃত শহিদউল‌্যাহ বেপারীর ছে‌লে।

স্থানীয় ইউপি চেয়ারম‌্যান জানান, কিছুদিন আগে ওইস্থানে সড়ক দুর্ঘটনায় দুইজন মোটরসাইকেল আরোহী মারা গে‌ছে। রোববার সন্ধ্যায় শাহাদাৎ মাছ শিকার কর‌তে গে‌লে হঠাৎ তা‌কে কেউ একজন যেন নদী‌তে টে‌নে নি‌য়ে যা‌চ্ছে দে‌খে সঙ্গে থাকা ব‌্যক্তি ‌চিৎকার দি‌তে থাকে।

আরও পড়ুনঃ  বাবার মৃত্যুর ৩০ মিনিট পরেই মেয়ের আত্নহত্যা

তার ডাক-চিৎকার শু‌নে লোকজন ছু‌ঠে এসে শাহাদাৎকে পা‌নি থে‌কে উদ্ধার করা হয়। এ সময় তার শর‌ী‌রের কোথায়ও কোন আঘাত কিংবা জখ‌মের চিহ্ন পাওয়া যায়‌নি, ত‌বে কান থে‌কে অনবরত রক্ত বের হ‌তে থাকে।

ফ‌রিদগঞ্জ থানার কর্তব্যরত ডিউটি অফিসার এসআই ম‌হিউ‌দ্দিন জানান, খবর পে‌য়ে লাশ উদ্ধারের জন্য ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। ময়নাতদন্তের পর বিস্তারিত জানা যাবে।

আপনার মতামত লিখুনঃ
সর্বশেষ সংবাদ
জনপ্রিয় সংবাদ