25 C
Dhaka
Monday, December 23, 2024

বাড়ি পুড়ল মাশরাফীর, ভারতে প্রচার লিটন দাসের

ছাত্র-জনতার রোষানলে পদত্যাগ করে দেশ ছেড়েছেন শেখ হাসিনা। এরপর সারাদেশে আওয়ামী লীগের অনেক মন্ত্রী, সংসদ সদস্য ও নেতাকর্মীর বাড়িতে হামলা চালিয়েছে বিক্ষুব্ধরা।

বাদ যায়নি জাতীয় দলের সাবেক অধিনায়ক ও নড়াইল-২ আসনের সাবেক সংসদ সদস্য মাশরাফী বিন মোর্ত্তজার বাড়িও। তবে মাশরাফীর বাড়ি পোড়ানো হলেও ভারতে সেটি ক্রিকেটার লিটন দাসের বাড়ি বলে প্রচার করা হয়েছে।

বুধবার (৭ আগস্ট) ভারতীয় কয়েকটি গণমাধ্যম ও দ্য ডনের ফ্যাক্টচেকও তুলে ধরা হয়েছে আসল ঘটনা।

জানা গেছে, গত ৫ আগস্ট সামাজিক যোগাযোগমাধ্যমে এক্সে ভারতের ‘হিন্দুত্ব নাইটস’ নামের একটি পেজে মাশরাফীর পুড়ে যাওয়া বাড়ির ছবির পাশে লিটন দাসের একটি ছবি কোলাজ করে পোস্ট করা হয়।

আরও পড়ুনঃ  ট্রাকে ২ স্পিডবোট নিয়ে ফেনীর পথে তাসরিফ

ছবির ক্যাপশনে লেখা হয়, ‘বাংলাদেশি হিন্দু ক্রিকেটার লিটন দাসের বাড়ি পুড়িয়ে দেওয়া হয়েছে।’ এখন পর্যন্ত সেই পোস্ট ১৬ লাখেরও বেশি ভিউ হয়েছে। এই পেজে বাংলাদেশে হিন্দু সম্প্রদায়ের ওপর আক্রমণ বলে অনেক ছবি ও ভিডিও ছড়ানো হয়।

একই ধরনের গুজব ছড়ানো হয়েছে ‘সুনন্দা রয়’ নামের একটি এক্স পেজে। ছবির ক্যাপশনে লেখা হয়, ‘ইনি লিটন দাস, বাংলাদেশের ক্রিকেটার। বাংলাদেশে তিনি জাতীয় নায়ক, তার বাড়ি ইসলামপন্থীরা পুড়িয়ে দিয়েছে। বাংলাদেশে একজন এলিট শ্রেণির হিন্দুর এই অবস্থা, তাহলে সাধারণ হিন্দুদের কী অবস্থা ভাবুন!’

আরও পড়ুনঃ  এখনও চাকরি ফিরে পাননি বিবৃতি না দেওয়া সেই আইন কর্মকর্তা

প্রায় একই সুরে এক্সে পোস্ট করেছে দীপক কুমার, সত্য প্রকাশ ও প্রতীকসহ আরও অনেকে।

আপনার মতামত লিখুনঃ
সর্বশেষ সংবাদ
জনপ্রিয় সংবাদ