21 C
Dhaka
Monday, December 23, 2024

শেখ হাসিনার স্বৈরাচারী আচরণের শিকার হয়েছিলেন বলিউড নির্মাতা

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনকে কেন্দ্র করে দেশের বাইরের অনেক তারকারাই কথা বলছেন। সোমবার (৫ আগস্ট) গণআন্দোলনের মুখে পদত্যাগ করে দেশ ছাড়েন বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। দ্য টেলিগ্রামের প্রতিবেদন থেকে জানা যায়, এবার শেখ হাসিনার স্বৈরাচারী আচরণের শিকার হওয়া প্রসঙ্গে কথা বলেছেন বলিউড নির্মাতা হংসল মেহতা।

২০২২ সালে হংসল মেহতার সিনেমা ‘ফারাজ’ মুক্ছিল। এই সিনেমাটি ঢাকার হোলি আর্টিজানে সংঘটিত নৃশংস হামলা ওপর নির্মাণ করা হয়েছিল। তবে সিনেমাটি বাংলাদেশের ঘটনায় নির্মিত হলেও বাংলাদেশেই নিষিদ্ধ হয়েছিল। সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেয়া এক পোস্টে হংসল মেহতা জানিয়েছেন, সিনেমাটির শুটিং করার সময়ে একের পর এক হুমকি পাচ্ছিলেন তিনি।

আরও পড়ুনঃ  ‘আমরা দুজনই বেহায়া’

পোস্টে হংসল মেহতা লিখেছেন, বাংলাদেশের ঘটনাগুলো দেখে আমার ‘ফারাজ’-এর মুক্তির কথা মনে পড়ছে। এটি বাংলাদেশ ছাড়া নেটফ্লিক্সে বিশ্বব্যাপী স্ট্রিম হয়েছিল। কিন্তু বাংলাদেশে সিনেমাটি নিষিদ্ধ হয়েছিল। তিনি আরও লিখেছেন, আমি উচ্চপদস্থ পুলিশ কর্মকর্তাদের কাছ থেকে একাধিক কল পেয়েছি।

কথিত সিক্রেট সার্ভিস এজেন্ট, সন্ত্রাসী সংগঠনের কাছ থেকে অনুভূত হুমকির কারণে আমাকে শেষ পর্যন্ত পুলিশ সুরক্ষা দেয়া হয়েছিল। ভারতীয় আদালতে দীর্ঘ মামলা দায়ের করা হয়েছিল। অনেক অভদ্র অভিযোগ করা হয়েছিল। আমি এখনো বাংলাদেশের আদালতের মিথ্যা মামলা লড়ছি।

আরও পড়ুনঃ  বিমানবন্দরে আটকে দেওয়া হয়েছে চিত্রনায়ক রিয়াজকে

সিনেমাটির মুক্তি প্রসঙ্গে হংসল মেহতা বলেন, আমার সঙ্গে এসব করা হয়েছিল কেবল সিনেমাটির মুক্তি ঠেকানোর জন্য। কারণ সিনেমাটি শেখ হাসিনার সরকারকে চিত্রিত করেছিল।

সরকার চায়নি যে বাংলাদেশের বাইরে কেউ জানুক যে তারা অযোগ্য এবং স্বৈরাচারী নেতা দ্বারা চালিত, যিনি নিজের বিরুদ্ধে কোনো সমালোচককে ভয় পেতেন। তারা আমাদের কণ্ঠ চেপে ধরে নিজেদের রক্তাক্ত হাত ঢাকতে চেয়েছেন।

তিনি বলেন, শেখ হাসিনা সবকিছু নিয়ন্ত্রণ করতে চেয়েছিলেন। আমি মামলার বিষয়ে কখনো কিছু বলিনি হলি আর্টিজানের নিহতদের কথা ভেবে। তারাই সংবাদমাধ্যমে গিয়ে এ কথা বলেছিল।

আরও পড়ুনঃ  বিপিএলের ঢাকা ফ্র্যাঞ্চাইজির নতুন মালিক শাকিব খান

তাদের অভিযোগ ছিল কেন আমি ভিন্ন দেশের গল্প বলতে যাচ্ছি। আমি এটাকে সিনেমার বর্ণবাদ হিসেবে দেখি। এটি বাংলাদেশের গল্পের চেয়েও বড় ছিল।

২০১৬ সালের ১ জুলাই রাজধানীর গুলশানের হোলি আর্টিজান বেকারিতে নৃশংস সন্ত্রাসী হামলা হয়। সেই ঘটনা নিয়েই তৈরি ‘ফারাজ’ সিনেমার প্রযোজনা করেছেন অনুভব সিনহা ও ভূষণ কুমার।

আপনার মতামত লিখুনঃ
সর্বশেষ সংবাদ
জনপ্রিয় সংবাদ