21 C
Dhaka
Monday, December 23, 2024

গণভবন থেকে লুট হওয়া পাঁচ লাখ টাকা ফিরিয়ে দিলেন শিক্ষার্থীরা

গণভবনের থেকে লুট হওয়া পাঁচ লাখ টাকা ফিরিয়ে দিয়েছে তিতুমীর কলেজের শিক্ষার্থীরা। বুধবার (৭ আগস্ট) ঢাকা সেনানিবাস এই টাকাগুলো ফিরিয়ে দেন তারা। ঢাকা সেনানিবাসের এসপি ইউনিটের সার্জেন্ট মোহাম্মদ আলী এ তথ্য তথ্য নিশ্চিত করেছেন।

তিতুমীর কলেজের পদার্থবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী মাজহারুল ইসলাম সজল জানান, আমি ও আমার বন্ধুরা গত ৫ই আগস্ট গণভবনে ৫ লক্ষ টাকা পাই । নৈতিক দায়িত্ব বোধের জায়গা থেকে আমরা টাকা গুলো সেনাবাহিনীর কাছে হস্তান্তর করেছি।

এত লুটপাটের মাঝেও সজল এবং তার বন্ধুদের এমন দৃষ্টান্ত স্থাপন করায় পদার্থবিজ্ঞান বিভাগসহ বিভিন্ন মহল তাঁদের এই কাজে সাধুবাদ জানিয়েছেন।

আরও পড়ুনঃ  অন্তর্বর্তী সরকারের মেয়াদ কত বছর? যা জানালেন আসিফ মাহমুদ।

এদিকে, সংসদ ভবন থেকে লুট করা ৫৫ লাখ টাকা উদ্ধার করে সেনাবাহিনীর হাতে তুলে দিয়েছেন শিক্ষার্থীরা। এরকম একটা ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে। সোমবার (৫ আগস্ট) বিকেলে এ টাকা উদ্ধার করে শিক্ষার্থীরা।

এর আগে, প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশ থেকে পালিয়ে গেলে সংসদ ভবন, প্রধানমন্ত্রী কার্যালয় এবং গণভবনের ভেতরে উল্লাস করে ছাত্র জনতা। জাতীয় সংসদ ভবন ও প্রধানমন্ত্রী কার্যালয় থেকে বিভিন্ন ব্যক্তি যেসব সরঞ্জাম নিয়ে যেতে চাইছিলেন, তাঁদের অনেকের কাছ থেকে সেসব সরঞ্জাম উদ্ধার করেন ছাত্ররা।

আরও পড়ুনঃ  ‘শয়তানের নিঃশ্বাস’ ছড়িয়ে লুটে নিচ্ছে সর্বস্ব

তাঁরা সেগুলো এক জায়গায় জড়ো করেছিলেন। সেগুলোর মধ্যে বিভিন্ন আসবাব ছাড়াও বৈদ্যুতিক সরঞ্জামাদি ও বইপত্রসহ নানা জিনিস ছিল।

আপনার মতামত লিখুনঃ
সর্বশেষ সংবাদ
জনপ্রিয় সংবাদ