25 C
Dhaka
Monday, December 23, 2024

আ.লীগ নেতাদের বাড়িতে হামলা চালালে বিএনপি থেকে বহিষ্কার

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ের বারদী ইউনিয়নে আওয়ামী লীগের কোনো নেতাকর্মীর বাড়িতে হামলা-ভাঙচুর চালালে তাকে দলীয় পদ থেকে বহিষ্কার করবেন বলে হুঁশিয়ারি দিয়েছেন বিএনপি নেতারা।

গত বৃহস্পতিবার বিকেলে বারদী ইউনিয়নের নুনেরটেক এলাকায় আওয়ামী লীগের নেতাকর্মীদের ক্ষতিগ্রস্ত বাড়িঘর পরিদর্শন শেষে এ ঘোষণা দেওয়া হয়।

এ সময় বারদী ইউনিয়ন বিএনপির সভাপতি আব্দুর রহমান মুন্সির সভাপতিত্বে বক্তব্য দেন, সোনারগাঁ থানা বিএনপির সহসভাপতি আজগর আলী, প্রচার সম্পাদক সেলিম হোসেন দিপু, ক্রীড়া সম্পাদক

আব্দুল করিম, বারদী ইউনিয়ন বিএনপির যুগ্ম সম্পাদক আলমগীর হোসেন, নাসিরউদ্দিন, সাংগঠনিক সম্পাদক আসাদ মিয়া, বারদী ইউনিয়ন যুবদলের সাবেক আহ্বায়ক আব্দুল আলী প্রমুখ।

আরও পড়ুনঃ  হ;ত্যা মামলা নিয়ে সাকিব ক্রিকেট খেলতে পারবে নাকি তা জানিয়ে দিলো আইসিসি

সভায় বিএনপি নেতারা বলেন, আওয়ামী লীগ ক্ষমতায় থাকাকালে বিএনপির নেতাকর্মীদের বিরুদ্ধে মামলা-হামলা করে বাড়িছাড়া করে রেখেছেন। কিন্তু বিএনপি তাদের মতো হতে চায় না।

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশ কারও ওপর হামলা, জুলুম করা যাবে না। তাই বিএনপির কেউ আওয়ামী লীগ নেতাকর্মী কিংবা তাদের বাড়িঘরে হামলা করলে তাকে দলীয় পদ থেকে আজীবনের জন্য বহিষ্কার করা হবে।

তারা আরও বলেন, সংখ্যালঘু সম্প্রদায়ের মন্দির, বাড়িঘর, ব্যবসাপ্রতিষ্ঠানে হামলা ঠেকাতে বিএনপির নেতাকর্মীরা পাহারা বসিয়েছেন। কেউ যাতে তাদের ক্ষতি করে বিএনপির ওপর দোষা চাপাতে না পারে, সে জন্য পাহারা দিচ্ছেন তারা।

আপনার মতামত লিখুনঃ
সর্বশেষ সংবাদ
জনপ্রিয় সংবাদ