25 C
Dhaka
Monday, December 23, 2024

‘সবাই প্রস্তুত থাকেন, নেত্রী দ্রুত দেশে ফিরে আসবেন’

সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে জোরপূর্বক দেশত্যাগে বাধ্য করানো ও গোপালগঞ্জে সম্প্রতি ঘটে যাওয়া অপ্রীতিকর ঘটনার বিষয়ে সংবাদ সম্মেলন করেছে জেলা আওয়ামী লীগ। আজ সোমবার সকাল সাড়ে ১০টায় জেলা আওয়ামী লীগ কার্যালয়ে এই সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।

সংবাদ সম্মেলনে জেলা আওয়ামী লীগ সভাপতি মাহবুব আলী খান বলেন, জননেত্রী শেখ হাসিনাকে জোরপূর্বক ষড়যন্ত্র করে দেশত্যাগে বাধ্য করেছে কুচক্রী মহল। যারা দেশে অরাজকতা করেছে, গণভবনে লুটপাট করেছে,

বঙ্গবন্ধুর স্মৃতিবিজড়িত ৩২ নম্বর বাড়িতে আগুন দিয়েছে, সংসদ ভবন এলাকায় প্রধানমন্ত্রীর কার্যালয়, সংসদ সদস্য শেখ ফজলুল করিম সেলিম ভাইয়ের বাড়িতে আগুন দেওয়াসহ দেশ ধ্বংস করেছে সেগুলোর তীব্র নিন্দা জানাই।

আরও পড়ুনঃ  মাংকিপক্স শনাক্ত করতে সক্ষম যবিপ্রবি

দেশবাসীর উদ্দেশে তিনি বলেন, আপনারা যার যার অবস্থান থেকে প্রস্তুত থাকেন। আমাদের নেত্রী খুব তাড়াতাড়ি দেশে ফিরে আসবেন। আপনারা দেখেছেন জাতির জনকের ছবি-ম্যুরাল কিভাবে নগ্নভাবে ভাঙচুর করা হয়েছে,

শেখ হাসিনার ব্যবহৃত শাড়ি-কাপড়সহ আসবাবপত্র যেভাবে ধ্বংস করেছে, তা বিশ্ববাসী দেখেছে। সারা দেশে আমাদের আওয়ামী লীগ নেতাকর্মী-সমর্থকদের হত্যা, বাড়িঘরে হামলা ভাঙচুর ও অগ্নিসংযোগের তীব্র নিন্দা জানান তিনি।

সংবাদ সম্মেলনে আইনশৃঙ্খলা বাহিনীর প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন,সারা দেশের বিভিন্ন থানা থেকে যেসব অস্ত্র ও গোলাবারুদ লুট হয়েছে তা দ্রুত সময়ের মধ্যে উদ্ধার করতে হবে। না হলে এইসব অস্ত্র জামায়াত-শিবির ও জঙ্গিরা আওয়ামী লীগ নেতাকর্মী হত্যার কাজে ব্যবহার করবে।

আরও পড়ুনঃ  আবু সাঈদ হত্যার তথ্য অনুসন্ধান কমিটির সদস্যদের পদত্যাগ

এ সময় তিনি গোপালগঞ্জে সম্প্রতি ঘটে যাওয়া অপ্রীতিকর ঘটনার জন্য দুঃখ প্রকাশ করেন। আগামীতে যাতে এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি না ঘটে তার জন্য নেতাকর্মীদের প্রতি আহ্বান জানান। আগামী ১৫ আগস্ট জাতীয় শোক দিবসের কর্মসূচি অন্যান্য বছরের মতোই পালন করা হবে বলে জানান তিনি।

এ সময় জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জি এম সাহাব উদ্দিন আজম, সহসভাপতি অ্যাড. আতিয়ার রহমান মুন্সী, শেখ লুৎফার রহমান বাচ্চু, রাজি উদ্দিন রাজু, প্রচার সম্পাদক এস এম নজরুল ইসলাম, দপ্তর সম্পাদক ইলিয়াস হক, জেলা ছাত্রলীগের সভাপতি নিউটন মোল্লা আমির হামজা, সহসভাপতি শেখ ইমরান প্রমুখ উপস্থিত ছিলেন।

আপনার মতামত লিখুনঃ
সর্বশেষ সংবাদ
জনপ্রিয় সংবাদ