17 C
Dhaka
Monday, December 23, 2024

এবার চাকরিতে প্রবেশের বয়স ৩৫ বছর করার দাবিতে নামছেন চাকরিপ্রার্থীরা

সরকারি চাকরিতে প্রবেশের বয়সসীমা ৩৫ বছর করার দাবিতে ফের আন্দোলনে নামছেন চাকরিপ্রার্থীরা। আগামীকাল শনিবার (১৭ আগস্ট) শাহবাগ জাতীয় জাদুঘরের সামনে সমাবেশের ডাক দিয়েছেন তারা।

বেলা ২টায় এ সমাবেশ করা হবে বলে জানা গেছে। দাবি মেনে দ্রুত প্রজ্ঞাপন দেওয়ার আহবান জানিয়েছেন তারা।

চাকরিতে আবেদনের বয়সসীমা ৩৫ প্রত্যাশী সাধারণ শিক্ষার্থী সমন্বয় পরিষদের ব্যানারে এ কর্মসূচি পালন করা হবে। জানা গেছে, ফেসবুককেন্দ্রীক বিভিন্ন চাকরির গ্রুপে এ বিষয়ে প্রচারণা চালাচ্ছেন চাকরিপ্রার্থীরা।

চাকরিতে প্রবেশের বয়সসীমা ৩৫ বছর করার দাবিতে ফেসবুকে কয়েকটি পেজ এবং গ্রুপ খোলা হয়েছে। সেখানে এ কর্মসূচি পালনের ঘোষণা দিয়ে প্রচার চালানো হচ্ছে।

আরও পড়ুনঃ  জরুরি ওষুধের গাড়িতে সরকারি নথি, আটক করলেন শিক্ষার্থীরা

চাকরিপ্রার্থীরা বলছেন, তাদের দাবি যৌক্তিক হলেও আওয়ামী লীগ সরকার মানেনি। তারা বয়স না বাড়ানোর সিদ্ধান্তে অনড় ছিলেন।

ফলে দীর্ঘদিন আন্দোলন করলেও চাকরিতে প্রবেশের বয়সসীমা বাড়ানো হয়নি। তবে এবার তাদের দাবি মানা হবে বলে আশা তাদের।

তাদের ভাষ্য, কোটা সংস্কার আন্দোলন সফল করে সরকারের পতন ঘটিয়েছে ছাত্র-জনতা। চাকরিতে বয়স বৃদ্ধির দাবিও যৌক্তিক।

এ ছাড়া ছাত্র-জনতা সমর্থিক অন্তর্বর্তী সরকার ক্ষমতায় থাকায় তাদের দাবি মেনে নেওয়া হবে বলে তারা আশা করছেন। এবার আন্দোলনের মাধ্যমে এ সরকারের মনোযোগ আকর্ষণ করে দ্রুত দাবির বাস্তবায়ন চান তারা।

আপনার মতামত লিখুনঃ
সর্বশেষ সংবাদ
জনপ্রিয় সংবাদ