21 C
Dhaka
Monday, December 23, 2024

‘প্রাণনাশের আশঙ্কায়’ সেনানিবাসে রাজনীতিবিদ-পুলিশসহ ৬২৬ জন আশ্রয় নিয়েছিলেন

গত ৫ আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের পর রাজনীতিবিদ, পুলিশ, বিচারক ও বেসামরিক কর্মকর্তাসহ ৬২৬ জনকে সেনানিবাসে আশ্রয় দেওয়া হয়েছিল বলে জানিয়েছে আন্তঃবাহিনী জনসংযোগ অধিদফতর (আইএসপিআর)।

প্রাণ রক্ষার্থে এই ব্যক্তিদের সেনানিবাসে আশ্রয় দেওয়া হয়েছিল বলে রোববার (১৮ আগস্ট) এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।

আইএসপিআর জানায়, গত ৫ আগস্ট রাজনৈতিক পট পরিবর্তনের প্রেক্ষাপটে সারা দেশে আইন-শৃঙ্খলা পরিস্থিতির ব্যাপক অবনতি হয়। ‘এ সময় প্রাণনাশের আশঙ্কায় কতিপয় রাজনৈতিক ব্যক্তিবর্গসহ বিবিধ নাগরিকগণ সেনানিবাসে আশ্রয় প্রার্থনা করেন।’

আরও পড়ুনঃ  ‘ফার্স্ট ক্লাস ফার্স্ট’ ড. নিয়াজকে নিয়ে ‘সেকেন্ড ক্লাস ফার্স্ট’ সচিব বন্ধুর স্ট্যাটাস ভাইরাল

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘এই পরিপ্রেক্ষিতে বিচারবহির্ভূত কর্মকাণ্ড রোধ, জীবন রক্ষা ও আইনের শাসন সমুন্নত রাখার লক্ষ্যে জীবন বিপন্ন ২৪ জন রাজনৈতিক ব্যক্তিত্ব, ৫ জন বিচারক, ১৯ জন অসামরিক প্রশাসনের কর্মকর্তা, ২৮ জন পুলিশ

অফিসার, ৪৮৭ জন পুলিশের বিভিন্ন পর্যায়ের সদস্য, বিভিন্ন পাবলিক বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তাসহ বিবিধ ১২ জন ও ৫১ জন পরিবার-পরিজন (স্ত্রী ও শিশু)’সহ সর্বমোট ৬২৬ জনকে বিভিন্ন সেনানিবাসে আশ্রয় প্রদান করা হয়।’

আপনার মতামত লিখুনঃ
সর্বশেষ সংবাদ
জনপ্রিয় সংবাদ