25 C
Dhaka
Monday, December 23, 2024

শিক্ষার্থী সেজে চাঁদাবাজি, তরুণী আটক

সিলেটের বিয়ানীবাজার উপজেলা শহরে শিক্ষার্থী সেজে চাঁদাবাজি করতে গিয়ে তানিসা আক্তার নামের এক তরুণীকে আটক করেছে শিক্ষার্থীরা।

আটক তরুণী সিলেটের দক্ষিণ সুরমা উপজেলার বরইকান্দি গ্রামের মৃত ইয়াকুব আলীর মেয়ে। সোমবার (১৯ আগস্ট) দুপুরে তাকে আটক করে বিয়ানীবাজার থানায় হস্তান্তর করা হয়।

জানা যায়, কলেজের পোষাক পরিহিত অবস্থায় তরুণীটি সড়ক পরিষ্কারের নামে শহরের দোকানে দোকানে গিয়ে চাঁদা দাবি করে।

চলমান ছাত্র আন্দোলনের ভয়ে ভীত হয়ে ব্যবসায়ীরা বিনাবাক্যে তাকে চাঁদা দিতে থাকে। খবর পেয়ে স্থানীয় শিক্ষার্থীদের একটি দল তাকে আটক করে শিক্ষা প্রতিষ্ঠানের নাম জানতে চায়।

আরও পড়ুনঃ  এইচএসসি পরীক্ষার সব বিষয় বিবেচনা করেই যেন ফল ঘোষণা করা হয় : শিক্ষা উপদেষ্টা

তখন সে নিজেকে শিক্ষার্থী পরিচয় দিলেও প্রতিষ্ঠানের নাম বলেনি। এই অবস্থায় স্থানীয়দের সহযোগীতায় শিক্ষার্থীরা তাকে আটক করে বিয়ানীবাজার থানায় সোর্পদ করেন।

এ ঘটনার সত্যতা নিশ্চিত করে বিয়ানীবাজার থানার ওসি দেব দুলাল ধর বলেন, দুপুরে পৌর শহরে অবৈধভাবে চাঁদা আদায় করার সময় এক তরুণীকে আটক করে থানায় নিয়ে আসে শিক্ষার্থীরা। তার বিরুদ্ধে আইনী ব্যবস্থা নেওয়া হবে।

বিয়ানীবাজার উপজেলা নির্বাহী অফিসার কাজী শামীম বলেন, বিষয়টি আমি লোকমুখে শুনেছি। যেহেতু থানায় সোর্পদ করা হয়েছে। পুলিশ আইনগত ব্যবস্থা গ্রহণ করবে।

আপনার মতামত লিখুনঃ
সর্বশেষ সংবাদ
জনপ্রিয় সংবাদ