21 C
Dhaka
Monday, December 23, 2024

গায়ে আগুন দিলেন উরফি জাভেদ

বলিউড অভিনেত্রী উরফি জাভেদ সামাজিকমাধ্যমে উদ্ভট পোশাকের কারণে বরাবরই আলোচনায় থাকেন। তিনি আজব ফ্যাশনের পোশাক পরে প্রতিনিয়তই চমক দেখান নেটিজেনদের।

তার শরীরে পোশাক থাকে না বললেই চলে। কখনো ছবি দিয়ে, কখনো ফুল-ফল, আবার কখনো তারকাঁটা কিংবা দড়ি দিয়েও পোশাক বানিয়ে পরে থাকেন উরফি জাভেদ।

ছোটপর্দায় অভিনয়ে হাতেখড়ি হলেও পরে বড়পর্দায় পা রাখেন উরফি জাভেদ। এরপর রিয়েলিটি শোর মঞ্চ থেকে প্রচারের আলোয় আসেন এ অভিনেত্রী। এবার নিয়মিত দেখা যায় ওটিটির পর্দায়।

আরও পড়ুনঃ  শেখ হাসিনার স্বৈরাচারী আচরণের শিকার হয়েছিলেন বলিউড নির্মাতা

সিরিজটি হচ্ছে ‘ফলো কারলো ইয়ার’। উরফির জীবনের গল্পই তুলে ধরা হচ্ছে এ সিরিজে। এবার সিরিজ প্রচারের অনুষ্ঠানে এসে নিজের পোশাকেই আগুন ধরিয়ে দেন তিনি।

এমন একটি ভিডিও সামাজিকমাধ্যমে পোস্ট করে উরফি লিখেছেন— আমার ভ্রু, চোখের পাতা পুড়েছে। তবে সার্থক হয়েছে সবটা। যদিও দুর্ঘটনায় খুব বেশি ক্ষতি হয়নি।

তার ভক্ত-অনুরাগীদের নজর আকর্ষণ করতে কয়েক ধাপ এগিয়ে গেলেন উরফি জাভেদ। রীতিমতো পোশাকে আগুন ধরিয়ে দিলেন এ অভিনেত্রী। যার ফলে মাসুলও দিতে হলো তাকে।

আরও পড়ুনঃ  ‘আমরা দুজনই বেহায়া’

পোশাকে আগুন লাগায় পুড়ে গেছে উরফির শরীরের অনেকটা অংশ। ইতোমধ্যে সামাজিকমাধ্যমে ভাইরাল হয়ে গেছে সেই ভিডিও।

ভিডিওতে দেখা যায়, উরফির পরনে রয়েছে কালো রঙের একটি পোশাক। নিচের দিকে বৃত্তের মতো মোড়ক। মঞ্চে উপস্থিত হয়েই নিমেষেই কারসাজিতে বৃত্তাকার অংশে আগুন ধরিয়ে দেন উরফি। সেই অগ্নিশিখায় পুড়ে যায় তার ভ্রু ও চোখের পাতা।

আপনার মতামত লিখুনঃ
সর্বশেষ সংবাদ
জনপ্রিয় সংবাদ