21 C
Dhaka
Monday, December 23, 2024

বন্যাকবলিত ফেনীতে গুরুতর অসুস্থ গর্ভবতী নারীকে উদ্ধার সেনাবাহিনীর

বাংলাদেশ সেনাবাহিনীর ভেরিফাইড ফেসবুক পেজে একটি পোস্টে বলা হয়েছে, ওই নারীকে সেনাবাহিনীর অ্যাভিয়েশন হেলিকপ্টারে করে কুমিল্লা সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) নিয়ে যাওয়া হয়েছে।

আজ শুক্রবার ২৩ আগস্ট ফেনীর ফুলগাজী থেকে ওই নারীকে উদ্ধার কর সেনাবাহিনী। ছবি: বাংলাদেশে সেনাবাহিনী।

বাংলাদেশ সেনাবাহিনী ফেনীর ফুলগাজী উপজেলা থেকে গুরুতর অসুস্থ এক গর্ভবতী নারীকে উদ্ধার করেছে।

বাংলাদেশ সেনাবাহিনীর ভেরিফাইড ফেসবুক পেজে একটি পোস্টে বলা হয়েছে, ওই নারীকে সেনাবাহিনীর অ্যাভিয়েশন হেলিকপ্টারে করে কুমিল্লা সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) নিয়ে যাওয়া হয়েছে।

আরও পড়ুনঃ  আন্দোলনে কেন চুপ ছিলেন, জানালেন মাশরাফি

পোস্টটিতে আরও উল্লেখ করা হয়েছে, “বর্তমান বন্যা পরিস্থিতি মোকাবিলায় সেনাবাহিনী সিলেট, চট্টগ্রাম এবং কুমিল্লা ক্যান্টনমেন্টের অধীন ক্ষতিগ্রস্ত এলাকায় উদ্ধার অভিযান পরিচালনা, জরুরি চিকিৎসা সেবা প্রদান এবং ত্রাণ বিতরণে সক্রিয়ভাবে অংশ নিচ্ছে।”

পোস্টটিতে উল্লেখ করা হয়েছে যে, বাংলাদেশ সেনাবাহিনী জনগণের পাশে দৃঢ়ভাবে আছে এবং তাদের সহায়তা এবং উপস্থিতি অব্যাহত রেখেছে।

আপনার মতামত লিখুনঃ
সর্বশেষ সংবাদ
জনপ্রিয় সংবাদ