25 C
Dhaka
Monday, December 23, 2024

বন্যার্তদের পাশে দাঁড়াল পুলিশ

কয়েকদিনের টানা বর্ষণ আর ভারত থেকে আসা ঢলে ফেনী, নোয়াখালী, কুমিল্লা, লক্ষ্মীপুর, ব্রাহ্মণবাড়িয়া, কক্সবাজার, খাগড়াছড়ি, চট্টগ্রাম, হবিগঞ্জ, মৌলভীবাজারে বন্যা দেখা দিয়েছে। এতে এখন পর্যন্ত ১৩ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে।

বন্যা দুর্গতদের উদ্ধারে বাংলাদেশ সেনাবাহিনী, র‍্যাব, ফায়ার সার্ভিস, বিজিবি, কোস্টগার্ড ও একাধিক স্বেচ্ছাসেবী সংগঠনের পাশাপাশি বন্যাদুর্গত মানুষের পাশে দাঁড়িয়েছে বাংলাদেশ পুলিশ। প্রয়োজনীয় সহযোগিতার জন্য জাতীয় জরুরি সেবা ৯৯৯ অথবা, নিম্নে দেওয়া নম্বরগুলোতে যোগাযোগ করতে বলা হয়েছে।

আজ শুক্রবার শুক্রবার (২৩ আগস্ট) পুলিশ সদরদপ্তর থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এই তথ্য নিশ্চিত করা হয়েছে।

আরও পড়ুনঃ  অপসারন করা হলো সব বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের সভাপতিকে

এ ছাড়া জেলাভিত্তিক উদ্ধারে পুলিশ কর্মকর্তাদের মোবাইল নম্বর

জেলা পুলিশ, নোয়াখালী+8801320111898
জেলা পুলিশ, লক্ষ্মীপুর +8801320112898
জেলা পুলিশ, ফেনী +8801320113898
জেলা পুলিশ, ব্রাহ্মণবাড়িয়া +880 1320-115898
জেলা পুলিশ, কুমিল্লা +880 1320-114898

জেলা পুলিশ, চাঁদপুর +880 13 2011 6898
জেলা পুলিশ, রাঙ্গামাটি+8801320109898
জেলা পুলিশ, বান্দরবান +8801320110898
জেলা পুলিশ, খাগড়াছড়ি +8801320110398
জেলা পুলিশ, চট্টগ্রাম +8801320108398

জেলা পুলিশ, কক্সবাজার +8801320109398
জেলা পুলিশ, মৌলভীবাজার +880 1320-120698
জেলা পুলিশ, হবিগঞ্জ+880 1320-119698

আপনার মতামত লিখুনঃ
সর্বশেষ সংবাদ
জনপ্রিয় সংবাদ