কুমিল্লার পদুয়ার বাজার এলাকায় প্রাণ-আরএফএল’র একটি গুদামে অগ্নিকাণ্ড ঘটেছে। শুক্রবার (২৩ আগস্ট) দুপুরে ওই গুদামে আগুন লাগে। খবর পেয়ে ইতোমধ্যে ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের ৩টি ইউনিট।
বিষয়টি নিশ্চিত করেছেন কুমিল্লা ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক তৌফিকুল ইসলাম। তিনি জানান, আগুন লাগার খবরে ফায়ার সার্ভিসের ৩টি ইউনিট ঘটনাস্থলে পাঠানো হয়েছে। আগুন নিয়ন্ত্রণের মধ্যে থাকলেও পুরোপুরি নেভাতে সময় লাগবে।
তবে তাৎক্ষণিকভাবে আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি। এ ছাড়া অগ্নিকাণ্ডের ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। |
আপনার মতামত লিখুনঃ