21 C
Dhaka
Monday, December 23, 2024

হ;ত্যা মামলা নিয়ে সাকিব ক্রিকেট খেলতে পারবে নাকি তা জানিয়ে দিলো আইসিসি

বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের অলরাউন্ডার ও সাবেক সংসদ সদস্য সাকিব আল হাসানের বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করা হয়েছে।

পোশাক শ্রমিক রুবেলকে হত্যার নির্দেশদাতা হিসেবে বৃহস্পতিবার তার বিরুদ্ধে ডিএমপির আদাবর থানায় মামলাটি দায়ের করা হয়। সাকিব আল হাসানকে মামলার ২৮ নম্বর এজাহার নামীয় আসামি করা হয়েছে।

এ প্রতিবেদন লেখা পর্যন্ত তার বিরুদ্ধে পর্যন্ত গ্রেপ্তারি পরোয়ানা জারির খবর পাওয়া যায়নি। পরোয়ানা জারি হলে সে ক্ষেত্রে তাকে বাংলাদেশে ফিরলে গ্রেপ্তার করতে পারে পুলিশ। এখন প্রশ্ন হলো হত্যা মামলার আসামি হয়ে কি সে জাতীয় দলের খেলোয়াড় হয়ে থাকতে পারবে?

আরও পড়ুনঃ  বাংলাদেশ পরিস্থিতি নিয়ে জরুরি বৈঠক করলেন মোদি

আইসিসির নিয়ম অনুযায়ী, কোনো ক্রিকেটার যদি ক্রিমিনাল মামলায় দোষী প্রমাণিত হয় তাহলে বোর্ডের সাথ সকল প্রকার চুক্তি থেকে তাকে বহিষ্কার করতে হবে।

সাকিব আল হাসান যেহেতু এখনো দোষী প্রমানিত হয় নি সাকিব দোষী প্রমাণিত না হওয়া পর্যন্ত জাতীয় দলে খেলে যেতে পারবেন।

আপনার মতামত লিখুনঃ
সর্বশেষ সংবাদ
জনপ্রিয় সংবাদ