বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে পুলিশের গুলিতে নিহত হয়েছে সহস্রাধিক মানুষ। আজ রাওয়ালপিন্ডিতে পাকিস্তানকে ১০ উইকেটে হারিয়েছে বাংলাদেশ। ঐতিহাসিক এই জয়টা নিহতদের উৎসর্গ করেছেন অধিনায়ক নাজমুল হাসান শান্ত।
জয়ের পর পুরস্কার বিতরণী অনুষ্ঠানে গিয়ে শান্ত প্রেসেন্টারের অনুমতি নিয়ে বাংলায় বলেন, ‘সম্প্রতি বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে অনেকেই প্রাণ হারিয়েছেন। এই জয়টা আমরা তাদেরকেই উৎসর্গ করছি।’
পাকিস্তানের বিপক্ষে ওয়ানডে ও টি-টোয়েন্টিতে জয় পেলেও টেস্টে এর আগে কখনই জেতেনি বাংলাদেশ। মুলতানে ২০০৩ সালে জয়ের একটা সম্ভাবনা জেগেছিল।
কিন্তু ইনজিমামুল হকের বীরত্বে খালেদ মাহমুদ সুজনের দল হেরে যায় ১ উইকেটে। ২১ বছর পর সেই দুঃখ ঘুচেছে রাওয়ালপিন্ডিতে।
পাকিস্তানের মাটিতে ১০ উইকেটে ঐতিহাসিক জয়
খুনের মামলা মাথায় নিয়ে বিশ্বরেকর্ড সাকিবের
ঐতিহাসিক জয়ের জন্য বাংলাদেশের চাই ৩০ রান