রাওয়ালপিন্ডিতে ঐতিহাসিক টেস্ট জিতেছে বাংলাদেশ। পাকিস্তানকে ১০ উইকেটে হারানো কৃতিত্বের বেশিরভাগ মুশফিকুর রহিমের।
প্রথম ইনিংসে তার অনবদ্য ১৯১ রানের ইনিংসের জন্য ম্যাচের নিয়ন্ত্রণ পায় বাংলাদেশ। হয়েছেন ম্যাচসেরাও। পুরস্কার নিতে গিয়ে সেই অর্থ দেশে বন্যা দুর্গতদের জন্য উৎসর্গ করার ঘোষণা দেন মুশফিক।
পাকিস্তানের মাটিতে ১০ উইকেটে ঐতিহাসিক জয়
এছাড়া এ জয়ের পেছনে গত আড়াই মাসে বাংলা টাইগার্স ক্যাম্প, প্রস্তুতি ম্যাচ এবং দেশি কোচিং স্টাফদের অবদানের কথা গুরুত্বের সঙ্গে উল্লেখ করেন মুশফিকুর রহিম।
দ্বিতীয় ইনিংসে পাকিস্তানকে অল্প রানে বেঁধে ফেলার পর বাংলাদেশের লক্ষ্য দাঁড়ায় ৩০ রান। সবকটি উইকেট অক্ষুণ্ন রেখে তা সহজেই টপকে যায় বাংলাদেশ।
আপনার মতামত লিখুনঃ