26 C
Dhaka
Monday, December 23, 2024

তামিমকে কোটার ক্রিকেটার বলে ফেসবুকে পোস্ট সাকিবের শালিকার, মুহুর্তে আলোচনা ঝড়

তামিম ইকবাল বাংলাদেশের অন্যতম সেরা ব্যাটসম্যান তর্কে সাপেক্ষে বাংলাদেশের ইতিহাসের সেরা ব্যাটসম্যান। বাংলাদেশের হয়ে এখনো পর্যন্ত এমন কিছু রেকর্ড আছে যার মালিক শুধুই তামিম ইকবাল।

দীর্ঘ ডের যুগ ধরে দেশের ক্রিকেট কে নিয়ে গেছেন অন্যান্য স্থানে কিন্তু নিন্দুকের কথা শুনতে হয়েছে বহু বার। বার বার উঠে এসেছে চাচার জোরেই বার বার দলে সুযোগ পেয়েছেন তিনি।

কিছু সময়ের জন্য যদি মেনে নেই চাচা জোরে দলে টিকে আছেন তাহলে ডেরযুগের রেকর্ড গুলো কি চাচার কোটা থেকেই করেছেন।

আরও পড়ুনঃ  খালেদা জিয়াকে হত্যাচেষ্টা মামলার আসামি জায়েদ খান-জয়-সাজু খাদেম

নিজেকে প্রমাণ করতে হয়েছে প্রতিদিন পদে পদে এবার তামিমকে কোটার ক্রিকেটার বলে নতুন করে সমালোচনার জন্ম দিলেন সাকিবের শালিকা শিখা।

তিনি ফেসবুকে লিখেছেন, “ছেলেটার কপাল ভালো না মন্দ বুঝিনা, একটা মানুষ ফুল career কোটার ক্যাটাগরি তে কইরা গেলো, এখন আবার রিটার্ন করেছে উপদেষ্টা কোটায়,

উপদেষ্টা যদি তার নিজের ক্ষমতায় retired প্লেয়ার কে টীম ব্যাক করান তাইলে এত এত মানুষ মেরে এই আন্দোলনের মানেটা কি ছিল, তাহলে তো বুঝা যাইতেসে আপনাদের ধান্দা ক্ষমতা মেধা ফেদা হইলো ফাঁকা বুলি।”

আপনার মতামত লিখুনঃ
সর্বশেষ সংবাদ
জনপ্রিয় সংবাদ