26 C
Dhaka
Monday, December 23, 2024

সাকিব কখনোই অমানবিক কাজে লিপ্ত হবে না : মুশফিক

সাকিব আল হাসান জাতীয় ক্রিকেট দলের সঙ্গে আছেন পাকিস্তান সফরে। রাওয়ালপিন্ডিতে প্রথম টেস্ট জয়ে ভূমিকা ছিল সাকিবের। পাকিস্তানের দ্বিতীয় ইনিংসে নিয়েছিলেন ৩ উইকেট।

সাকিব সিরিজ খেলতে দেশের বাইরে এদিকে ঢাকায় তার নামে মামলা হয়েছে। রাজনৈতিক কারণেই এই মামলা।

এদিকে আজ নিজের ফেসবুক পেইজে সাকিবের সঙ্গে নিজের একটি ছবি পোস্ট করে মুশফিকুর রহিম লিখেছেন, সাকিবের বিরুদ্ধে আনা অভিযোগ মিথ্যা।

মুশফিক লেখেন, ‘সাকিবকে বাঁ’হাতি স্পিনার হিসেবে সর্বাধিক উইকেট নেয়ার রেকর্ড গড়ার জন্য অভিনন্দন। আমি অনেকবার বলেছি এবং আবার বলছি যে, সাকিবের মতো একজন চ্যাম্পিয়নের সাথে খেলতে পেরে আমি গর্বিত।

আরও পড়ুনঃ  পাকিস্তানের বিপক্ষে ওয়ানডে সিরিজের জন্য বাংলাদেশের অধিনায়ক করা হয়েছে তাওহীদ হৃদয়কে

একজন টিমমেট এবং ভাই হিসেবে, আমি সাকিবের কঠিন সময়গুলোর সঙ্গী এবং আমি তার বিরুদ্ধে তোলা মিথ্যা অভিযোগের সমর্থন করি না, কারণ আমি জানি সে কখনোই অমানবিক কাজে লিপ্ত হবে না। আমরা সবসময় তোমার পাশে আছি, বন্ধু।’

আপনার মতামত লিখুনঃ
সর্বশেষ সংবাদ
জনপ্রিয় সংবাদ