21 C
Dhaka
Monday, December 23, 2024

হাসপাতালে ভর্তি আইনমন্ত্রী, চেয়েছেন দোয়া

অসুস্থতা নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী আনিসুল হক। গত বুধবার (২২ মে) রাজধানীর এভারকেয়ার হাসপাতালে ভর্তি হোন মন্ত্রী। এখন পর্যন্ত সেখানেই চিকিৎসাধীন রয়েছেন তিনি।

এদিকে, শারীরিক সুস্থতার জন্য সবার কাছে দোয়া কামনা করছেন আইনমন্ত্রী। শুক্রবার (২৪ মে) আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা ড. মো. রেজাউল করিম স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, ইউরিনাল ইনফেকশন ও জ্বরের কারণে বুধবার মধ্যরাতে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে ভর্তি হোন এবং এখন পর্যন্ত সেখানেই চিকিৎসাধীন রয়েছেন। বর্তমানে তিনি অনেকটাই সুস্থ রয়েছেন। তবে সম্পূর্ণ সুস্থতার জন্য তিনি সবার কাছে দোয়া কামনা করেছেন।

আপনার মতামত লিখুনঃ
আরও পড়ুনঃ  ৫ দিন গুম ছিলাম, বাবা-মা মর্গে মর্গে খুঁজে বেড়িয়েছেন: আসিফ মাহমুদ
সর্বশেষ সংবাদ
জনপ্রিয় সংবাদ